স্বাধীন হবার জন্যে যেমন সাধনার প্রয়ােজন , তেমনই স্বাধীনতা রক্ষার জন্য প্রয়ােজন সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার
স্বাধীন হবার জন্যে যেমন সাধনার প্রয়ােজন , তেমনই স্বাধীনতা রক্ষার জন্য প্রয়ােজন সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার । সত্যের প্রতি শ্রদ্ধাবােধহীন জাতি যতই চেষ্টা করুক , তাদের আবেদন - নিবেদনে ফল হয় । যে জাতির অধিকাংশ ব্যক্তি মিথ্যাচারী , সেখানে দু - চারজন সত্যনিষ্ঠকে বহু বিড়ম্বনা সহ্য করতে হয় , দুর্ভোগ পােহাতে হয় । কিন্তু মানুষ জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে হলে সে কষ্ট সহ্য না করে উপায় নেই ।
সারাংশ : স্বাধীনতা অর্জন ও রক্ষা উভয়ই খুব কঠিন কাজ । স্বাধীনতা পাওয়ার জন্য যেমন ত্যাগ - তিতিক্ষা ও সাধনার প্রয়ােজন তেমনই তা রক্ষার জন্য সত্যনিষ্ঠা , ন্যায়পরায়ণতা , কঠোর পরিশ্রম ও সাধনার প্রয়ােজন । যে জাতির অধিকাংশ মানুষ অন্যায়কারী ও মিথ্যাচারী সেখানে সত্যনিষ্ঠ ব্যক্তিকে দুর্ভোগ পােহাতে হয় ।
Tag: সারাংশ - স্বাধীন হবার জন্যে যেমন সাধনার প্রয়ােজন , তেমনই স্বাধীনতা রক্ষার জন্য প্রয়ােজন সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার, স্বাধীন হবার জন্যে যেমন সাধনার প্রয়ােজন , তেমনই স্বাধীনতা রক্ষার জন্য প্রয়ােজন সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সারাংশ, বাংলা ২য় পত্র সারাংশ পাঠ

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)