চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই
চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই । মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয় , মানুষ যদি মানুষকে শ্রদ্ধা করে , সে শুধু তার চরিত্রর জন্যে । অন্য কোনাে কারণে মানুষের মাথা মানুষের সামনে নত of হওয়ার দরকার নেই । জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন , তাদের গৌরবের মূলে এ চরিত্র শক্তি । তুমি চরিত্রবান ব্যক্তি এ কথার অর্থ এ নয় যে , তুমি শুধু লম্পট নও । তুমি সত্যবাদী , বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পােষণ কর । তুমি পরদুঃখকাতর , ন্যায়বান এবং স্বাধীনতাপ্রিয় চরিত্রবান মানে এ ।
সারাংশ : চরিত্র মানবজীবনের মহৎ গুণ । চরিত্রগুণে মানুষ গৌরবের অধিকারী হয় । চরিত্র গুণেই মানুষের শ্রদ্ধা , ভালােবাসা ও সম্মান পাওয়া যায় । চরিত্রবান ব্যক্তি সত্যবাদী , বিনয়ী , জ্ঞানসাধক , পরােপকারী , ন্যায়বান ও স্বাধীনতাপ্রিয় হয়ে থাকেন ।
Tag: সারাংশ - চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই, চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই সারাংশ, বাংলা ২য় পত্র সারাংশ পাঠ

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)