প্রতিবেদন - পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


প্রতিবেদন - পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ, পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ রচনা,

পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ

তারিখঃ
বরাবর 
প্রতিবেদকের নাম 
স্হান

বিষয় : পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরােপণের গুরুত্ব সম্পর্কে প্রতিবেদন ।
জনাব ,
উপযুক্ত সূত্র ও বিষয়ের আলােকে পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরােপণের প্রয়ােজনীয়তার ওপর নিম্নোক্ত প্রতিবেদনটি আপনার সদয় অবগতির জন্য পেশ করছি । 
এ পার্থিব জগতে বৃক্ষ মানুষের পরম বন্ধু । অথচ মানুষের নির্বিচার পদাঘাতে প্রকম্পিত এ নিখিল ব্রহ্মাণ্ড প্রতিনিয়ত বৃক্ষশূন্য হয়ে পড়ছে । অবাধে চলছে বৃক্ষ নিধন । যার দরুন মানুষ ও অন্যান্য প্রাণীর জীবনধারণের অন্যতম নিয়ামক অক্সিজেনের সরবরাহ ক্রমশ হ্রাস পাচ্ছে । অথচ জীবন - জীবিকার স্বার্থে মানবজীবনে বৃক্ষের প্রয়ােজনীয়তা অনস্বীকার্য । বৃক্ষের গুরুত্ব উপলব্ধি করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন , ' আমরা যেমন স্নান কর এবং শুভ্রবস্ত্র পরিধান করি , তেমনি বাড়ির চারপাশে যত্নপূর্ব একটি বাগান করে রাখা ভদ্র প্রথার একটি অবশ্য কর্তব্য অক্তা হওয়া উচিত 
' পরিবেশ , আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখতে বৃক্ষের অবদান অপরিসীম । গাছপালা অধিক বৃষ্টিপাতে সাহায্য করে , নদীর ভাঙন থেকে মানুষ ও ভূভাগকে রক্ষা করে , ঝড় - ঝঞা ও অন্যান্য প্রাকৃতিক | দুর্যোগের হাত থেকে বাসগৃহকে রক্ষা করে । মূলত পৃথিবীকে মনুষ্যবাসের উপযােগী করে তােলার জন্য । নীল সৃষ্টি ও বন সম্প্রসারণের প্রয়ােজনীয়তা অত্যধিক । কেননা , জীবনকে সাজাতে ও বাঁচাতে পর্যাপ্ত বলায়নের গুরত্ব অপরিসীম । আর পর্যাপ্ত বনায়ন মানেই অধিক বৃক্ষ রােপণ , যে বৃক্ষ পরিবেশের ভারসাম্য । 
কোনাে দেশের পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে দেশের মোট ভূভাগের ২৫ শতাংশ বনভূমি থাকা । স্থানীষা । অথচ বাংলাদেশের বনভূমির পরিমাণ মোট ভূভাগের মাত্র ১৬ শতাংশ , যা অত্যন্ত অপ্রতুল ও । সালাগপমাঞ্চক । বাংলাদেশের বনভূমি থেকে নির্বিচারে বৃক্ষ নিধনযজ্ঞ সংঘটিত হচ্ছে । শুধু বনভূমিতেই নয় ,বিভিন্ন লােকালয়ে এবং জনপদেও এ নিধনযজ্ঞ সংঘটিত হচ্ছে । কিন্তু এটি মােটেও শুভ ফল বয়ে আনে না , এ আশু পরিবর্তন আবশ্যক । তাই অধিক হারে বৃক্ষরােপণের জন্য গণসচেতনতা সৃষ্টি করতে হবে , বৃক্ষ নিয়ে রােধে মানুষের হীন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে । 
মানবজীবনে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষের গুরুত্ব তুলে ধরতে হবে প্রতিটি মানুষের কাছে । জাতীয় গণমাধ্যমগুলাের পাশাপাশি স্কুল , কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ মহতী উদ্যোগে অংশীদার হতে পারে এবং এর ফলাফল অত্যন্ত প্রত্যাশিত হবে বলেই ধারণা করা যায় । সুতরাং নিঃসন্দেহে বলা যায় যে , বৃক্ষরােপণের মতাে একটি গুরুত্বপূর্ণ বিষয়ঃ অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় এনে জাতীয়ভাবে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন এখন সময়ের দাবি । 
নিবেদক 
নামঃ 
স্হানঃ

Tag: প্রতিবেদন - পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ, পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ রচনা, 


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post