মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়াে না
মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়াে না । স্বভাবে যে সুন্দর নয় , দেখতে সুন্দর হলেও তার স্বভাব , তার স্পর্শ , তার রীতিনীতিকে মানুষ ঘৃণা করে । দুঃস্বভাবের মানুষ মানুষের হৃদয়ে জ্বালা ও বেদনা দেয় , তার সুন্দর মুখে মনুষ্য তৃপ্তি পায় না । অবােধ লােকেরাই মানুষের রূপ দেখে মুগ্ধ হয় এবং তার ফল ভােগ করে । যার স্বভাব মন্দ , সে নিজেও দুস্ক্রিয়াশীল , মিথ্যাবাদী দুর্মতিকে ঘৃণা করে । মানুষ নিজে স্বভাবে সুন্দর না হলেও সে স্বভাবের সৌন্দর্যকে ভালােবাসে । স্বভাব গঠনে কঠিন পরিশ্রম ও সাধনা চাই ।
সারাংশ ; মানুষের জীবনে সুন্দর মুখের চেয়ে স্বভাবের সৌন্দর্য খুবই গুরুত্বপূর্ণ । কারণ স্বভাবের সুন্দরই প্রকৃত সুন্দর । নিজের স্বভাব ভালাে না হলেও মানুষ স্বভাবের ভালাে দিক ভালােবাসে । তাই প্রত্যেকের উচিত পরিশ্রম ও সাধনার মাধ্যমে সুন্দর স্বভাব গড়ে তােলা।
Tag: সারাংশ - মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়াে না, মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়াে না সারাংশ, বাংলা ২য় পত্র সারাংশ পাঠ
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)