প্রতিবেদন - স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রতিবেদন


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


প্রতিবেদন - স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রতিবেদন, স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রতিবেদন রচনা, স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রতিবেদন রচনা বইয়ের,প্রতিবেদন কি

স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রতিবেদন 

বরাবর 
অধ্যক্ষ 
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ , 
মতিঝিল ঢাকা 

বিষয় : স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রতিবেদন । 

সূত্র : আ.ক. / ২১১ / ১৭ ( ৩ ) / ২০১৬
জনাব , 
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে উদযাপিত ৪৪ তম স্বাধীনতা দিবস সম্পর্কে প্রতিবেদন তৈরির জন্য আদিষ্ট হয়ে ( স্মারক নং আ.ক .২১১ / ১৭ ( ০৩ ) / ২০১৬ ) নিচের প্রতিবেদনটি উপস্থাপন করছি গত ২৬ শে মার্চ , ২০১৬ যথাযােগ্য মর্যাদায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আয়ােজনে স্বাধীনতা দিবস | উদ্যাপিত হয় । এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানের আয়ােজন করা হয় । কলেজের শিক্ষক ও | ছাত্রছাত্রীদের যৌথ কমিটি এই অনুষ্ঠানের দায়িত্ব পালন করে । সাধারণ একটি মঞ্চের সামনে উন্মুক্ত স্থানে সময় | অনুষ্ঠানের আয়ােজন করা হয়েছিল । এ উপলক্ষে সম্পূর্ণ অধ্যক্ষ বর্ণাঢ্য সাজে সাজানাে হয়েছিল । সমস্ত অনুষ্ঠানকে তিনটি ভাগে ভাগ করা হয়েছিল । 
প্রথম ভাগে সকাল ৯ টায় অধ্যক্ষ , প্রধান অতিথি , শিক্ষকমণ্ডলী ও বিপুলসংখ্যক ছাত্রছাত্রীর উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন ঘােষণা করা হয় । এরপর শান্তির প্রতীক সাদা কবুতর মুক্ত আকাশে । উড়িয়ে দেন প্রধান অতিথি । দ্বিতীয় পর্বে সকাল ১০ টায় আলােচনা সভার আয়ােজন করা হয় । আলােচনা সভার সভাপতি ও প্রধান অতিায় | ছিলেন যথাক্রমে বিশিষ্ট সমাজকর্মী জনাব সিরাজুল ইসলাম এবং অধ্যক্ষ আকন মােহম্মদ । বিশেষ অতি হিসেবে উপস্থিত ছিলেন কবি নাসির আহমেদ । বিভিন্ন বক্তা স্বাধীনতার তাৎপর্য ব্যাখ্যা করেন দৃষ্টিকোণ থেকে । 

কবি নাসির আহমেদ বলেন , স্বাধীনতা আমাদের জন্য একটি স্বর্ণদুয়ার খুলে দিয়েছিল । যে দুয়ার দিয়ে এই করে আমরা আমাদের যুগ সঞ্জিত জাল দূর করতে পেরেছিলাম । স্বাধীনতাকে অর্থবহ করতে হলে এই সুখী , সমৃদ্ধ , উন্নত রাষ্ট্র হিসেবে আমাদের প্রিয় মাতৃভূমিকে প্রতিষ্ঠিত করতে হবে বিশ্বের দরবারে । দেয় । সভাপতিও বিভিন্ন রণাঙ্গনে অর্জিত অভিজ্ঞতাসমূহ বর্ণনা করে আলােচনা সভার সমাপ্তি ঘােষণা করলেন । সদিচ্ছা নিয়ে দেশ গঠনে আমাদের সবাইকে কাজ করতে হবে । এরপর ছাত্রছাত্রীরা তাদের বক্তব্য পেশ কং । তৃতীয় ভাগে বিকাল ৪ টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান । অনুষ্ঠানে গান , নাচ , আবৃত্তিসহ নাটকের আয়ো করা হয় ।

শামসুর রাহমানের স্বাধীনতা তুমি ' কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় এ পর্বের । পরবর্তীতে দেশাত্মবােধক গান , গানের তালে তালে নৃত্য এবং সব শেষে মমতাজউদ্দীন আহমদের ‘ শঙ্খচিল ' নাটকটি মঞ্চায়ন হয় । তবে কলেজের ছাত্রছাত্রীদের কণ্ঠে সমবেত সংগীত ‘ পূর্ব দিগন্তে সূর্য উঠেছে ’ গানটি উপস্থিত শ্রোতাদের শিহরিত করে তুলেছিল । 
ছাত্রছাত্রী ছাড়াও স্থানীয় নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেছিল । এ ছাড়াও স্বাধীনতার শহিদদের স্মরণে মিলাদ মাহফিলের আয়ােজনও করা হয়েছিল । তবে মুক্তিযােদ্ধাদের সংবর্ধনা জ্ঞাপন ছিল স্বাধীনতা দিবস উপলক্ষে আয়ােজিত অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ । এ অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা স্বাধীনতা দিবসের মাহাত্ম্য ও তাৎপর্য সম্পর্কে জ্ঞান লাভ করে । এভাবে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার অনুপ্রেরণা পায় । 

নিবেদক 
সৈয়দ ফাহমিদা সুলতানা । 
আহ্বায়ক
স্বাধীনতা দিবস উদ্যাপন উপকমিটি ও প্রভাষক , ইংরেজি বিভাগ 
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ , মতিঝিল , ঢাকা ।

Tag: প্রতিবেদন - স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রতিবেদন, স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রতিবেদন রচনা, স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রতিবেদন রচনা বইয়ের,প্রতিবেদন কি


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post