বাংলা নববর্ষ রচনা - বাংলা নববর্ষ [ PDF] class 3,4,5,6,7,8,910| Bangla Noboborsho Rochona


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


বাংলা নববর্ষ রচনা - বাংলা নববর্ষ,  Bangla Noboborsho Rochona, বাংলা নববর্ষ গুরুত্ব, বাংলা নববর্ষ অনুচ্ছেদ রচনা, বাংলা নববর্ষ কি, রচনা - বাংলা নববর্ষ

বাংলা নববর্ষ রচনা

ভূমিকা : তূর্য বাজিয়ে প্রকৃতি রাঙিয়ে ঝড়ের বেগে আসে বৈশাখ । পুরাতন বছরের সমস্ত গ্লানি মুছে দিয়ে , পাওয়া না পাওয়ার হিসাব চুকিয়ে প্রতিবছর ফিরে আসে ১ লা বৈশাখ । নতুনের পশরা সাজিয়ে আগমন ঘটে নতুন বছরের । বাংলা নববর্ষ বাঙালি জাতির প্রাণে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে । নববর্ষের আগমনে দেশের সর্বত্রই বয়ে যায় উৎসবমুখর পরিবেশ । বাংলা নববর্ষের এ উৎসব শুরু হয় বৈশাখ মাসের ১ তারিখ থেকে । নববর্ষ উৎসব পালনের জন্যে যত রকম অনুষ্ঠানের আয়ােজন করা হয় , বৈশাখি মেলা ও মঙ্গল শােভাযাত্রা এর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ । 

বৈশাখি মেলার ইতিহাস : বাংলা সনের উৎপত্তি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ থাকলেও ধরে নেওয়া হয় । সম্রাট আকবরের সময় থেকে এ সনের গণনা শুরু হয় । বাংলা সন চালু হবার পর জমিদার ও নবাবরা নববর্ষে পুন্যাহ অনুষ্ঠানের আয়ােজন করতেন । আর ব্যবসায়ীরা করতেন হালখাতা । এরই ধারাবাহিকতায় দীর্ঘকাল থেকেই আমাদের দেশে বৈশাখি মেলা চলে আসছে । কবে , কখন , কোথায় এ মেলা শুরু হয়েছিল সে সম্পর্কে সঠিক কোনাে তথ্য পাওয়া যায় না । পৃথিবীর প্রায় সবদেশেই বিভিন্ন উৎসব - অনুষ্ঠান উপলক্ষ্যে মেলা বসে । বাংলাদেশেও বিভিন্ন উৎসব - অনুষ্ঠানে মেলা বসে থাকে । বিদেশের মেলাগুলাে বিশেষ কোনাে প্রতিযােগিতাকে সামনে নিয়ে হতাে । আমাদের দেশের ১ লা বৈশাখে নববর্ষ উৎসব , ১ লা ফাল্গুনের বসন্ত উৎসব মেলাতেও বিভিন্ন খেলার প্রতিযােগিতা হয়ে থাকে । বৈশাখি মেলাতেও বিভিন্ন ধরনের খেলা যেমন বলিখেলা , ঘােড়দৌড় , নৌকাবাইচ ইত্যাদির প্রচলন রয়েছে ।
বৈশাখি মেলা : নববর্ষ বা ১ লা বৈশাখ উপলক্ষ্যে বৈশাখ মাসের প্রথম দিনেই দেশের বিভিন্ন জায়গায় মেলা বসে । বৈশাখ মাসের প্রথম দিনেই গ্রামে এবং শহরের বিভিন্ন স্থানে এ মেলা বসে থাকে । এজন্যে একে বৈশাখি মেলা বলা হয় । এ মেলা চলার নির্দিষ্ট কোনাে সময় সীমা নেই । নতুন বছরে মানুষের আনন্দ - অনুভূতির প্রকাশ ঘটে বৈশাখি মেলার মাধ্যমে । এটা বাঙালি সংস্কৃতির ঐতিহ্যের ধারক হিসেবে বিবেচিত । দেশের বিভিন্ন জায়গায় এ মেলা অনুষ্ঠিত হয় । কোনাে সম্মেলন কেন্দ্র বা কোনাে বদ্ধ জায়গায় এ মেলা বসে । এ মেলা সাধারণত খােলা আকাশের নিচে বসে থাকে । প্রতি বছর ঢাকার রমনার বটমূলে এ মেলা অনুষ্ঠিত হয় । এ ছাড়া গ্রামের হাট - বাজারে , নদীর তীরে , গ্রামের কেন্দ্রস্থলে , মন্দির প্রাঙ্গণে , শহরের বিভিন্ন উল্লেখযােগ্য রাস্তার ধারে খােলামেলা জায়গায় মেলা বসে । কোনাে কোনাে শহরের স্কুলমাঠে বা ক্লাবের মাঠেও এ মেলা বসে থাকে । 
মেলার বিবরণ : মেলা সামাজিকভাবে একটি সম্প্রীতির ক্ষেত্র । পাশাপাশি এটি স্থানীয় অর্থনীতিকেও চাঙ্গা করে । প্রতি বছর নানা ধর্ম - বর্ণ - শ্রেণি ও পেশার মানুষের আগমনে এ মেলা প্রাণচাঞল্যে ভরে ওঠে । ১ লা বৈশাখে সরকারি ছুটি থাকায় কর্মব্যস্ত মানুষগুলাে এই দিন মেলায় এসে আনন্দ উপভােগ করে । তাদের নেই কোনাে প্রয়ােজনের তাড়া । গ্রাম - গ্রামান্তর থেকে , শহরের বিভিন্ন জায়গা থেকে সব মানুষ আনন্দের স্রোতে ভেসে যায় । মেলাতে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় । বাচ্চাদের খেলনা , মেয়েদের বিভিন্ন ধরনের মাটির অলংকার , ঘর সাজানাের জিনিস , বিভিন্ন প্রসাধনসামগ্রী , দৈনন্দিন জীবনের ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় । লােকজ খাবার - দাবার মেলার আয়ােজনে যুক্ত হয় । নববর্ষের দিন সকালে পান্তাভাত , কাঁচামরিচ , পেঁয়াজ অথবা ইলিশ মাছ ভাজা দিয়ে সবাই খেয়ে থাকে । মেলায় যাত্রা , পুতুল নাচ , নাগরদোলা , সার্কাস , ম্যাজিক ইত্যাদি আসর বসে থাকে । এ ছাড়া বিভিন্ন ধরনের মিষ্টিজাতীয় খাবারও মেলাতে পাওয়া যায় । মেলা বাঙালি বিনােদনের একটি অপরিহার্য প্রসঙ্গ । 

মেলার গুরুত্ব : নতুন বছর বরণ করাই এ মেলার উদ্দেশ্য । বর্তমানে এটি সর্বজনীন অনুষ্ঠানে পরিণত হয়েছে । মেলা উপলক্ষে যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় সেখানে রয়েছে প্রাণের স্পর্শ । সামাজিক মিলন সাধন এবং পুরােনােকে ভুলে নতুন জীবনবােধে উজ্জীবিত হওয়াই এ মেলার মূল উদ্দেশ্য । মেলাপ্রাঙ্গণে সাংস্কৃতিক জীবনধারা প্রাণ পায় । মানুষের মাঝে মিলন ঘটানাের এক মহৎ উদ্যোগ এ মেলা । এতে মানুষের সংস্কৃতিবােধ জাগ্রত হয় । এছাড়া মেলার একটি অর্থনৈতিক গুরুত্ব আছে । এতে এলাকায় অর্থনৈতিক কার্যক্রম বাড়ে এবং অর্থনৈতিক সমৃদ্ধি আসে । 

উপসংহার : মুক্ত আকাশের নিচে পুরােনাে বছরের সব গ্লানি , একঘেয়েমি ভুলে সর্বজনীন আনন্দে মেতে ওঠে সবাই । বৈশাখি মেলা বাঙালি জীবনে এক উজ্জ্বল স্মারক । তাই কবির ভাষায় বলতে হয় ছাড়াে ডাক , হে রুদ্র বৈশাখ । ভাগিয়া মধ্যাহ্ন তন্দ্রা জাগি উঠি বাহিরির দ্বারে , চেয়ে বব প্রাণীশূন্য দগ্ধতৃণ দিগন্তের পারে ।

বাংলা নববর্ষের গুরুত্ব 

Bangla Noboborsho Rochona


Tag: বাংলা নববর্ষ রচনা - বাংলা নববর্ষ,  Bangla Noboborsho Rochona, বাংলা নববর্ষ গুরুত্ব, বাংলা নববর্ষ অনুচ্ছেদ রচনা, বাংলা নববর্ষ কি, রচনা - বাংলা নববর্ষ


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post