ভাব সম্প্রসারণ - প্রয়োজনে যে মরিতে প্রস্তুত, বাঁচিবার অধিকার শুধু তাহারই


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


ভাব সম্প্রসারণ - প্রয়োজনে যে মরিতে প্রস্তুত, বাঁচিবার অধিকার শুধু তাহারই, প্রয়োজনে যে মরিতে প্রস্তুত, বাঁচিবার অধিকার শুধু তাহারই বলতে কি বুঝায়, প্রয়োজনে যে মরিতে প্রস্তুত, বাঁচিবার অধিকার শুধু তাহারই উক্তিটি  কেন করা হয়েছে, প্রয়োজনে যে মরিতে প্রস্তুত, বাঁচিবার অধিকার শুধু তাহারই English Translate

প্রয়োজনে যে মরিতে প্রস্তুত, বাঁচিবার অধিকার শুধু তাহারই

মানুষ আর মৃত্তিকার প্রেমে উদ্বুদ্ধ হয়ে যারা প্রয়ােজনে হাসিমুখে প্রাণ উৎসর্গ করার দৃঢ়তা ধারণ করে , বেচে । থাকার অধিকার কেবল তাদেরই রয়েছে । জীবনের অবশ্যম্ভাবী পরিণতি । মৃত্যুরও শ্রেণিবিভাগ আছে । কারাে মৃত্যু হয় স্বাভাবিকভাবেই , কারাে কাপুরুষােচিত , কারাে বীরােচিত । বীরােচিত মৃত্যুই মানুষকে অমরত্ব দান করে । জীবনকে সত্যিকারভাবে সফল ও উপভোেগ্য করতে হলে মৃত্যুভয় পরিহার করতে হবে । কর্মময় মানবজীবনের প্রতিটি কাজেই কম - বেশি ঝুঁকি আছে । 

যে কাজ যত দুরূহ , যত বিপজ্জনক , সে কাজে মৃত্যুর ঝুঁকি তত বেশি । এমন ক্ষেত্রে দৃঢ়চিত্তে সাহসীরাই জীবনের ঝুঁকি নিয়ে কর্ম সম্পাদনে এগিয়ে যায় । অদম্য সাহস ও দৃঢ়চিত্তের অধিকারী যারা , তারা দেশ ও জাতির যেকোনাে প্রয়ােজনে ঝাপিয়ে পড়ে । পদে পদে মৃত্যুর সম্ভাবনা মেনে নিয়েই তারা দুর্যোগের সময় জীবন বাজি রেখে দুর্যোগের মােকাবিলা করে । শত্রুর আক্রমণ থেকে দেশকে বাঁচাতে সাহসী লােকেরাই ঝাপিয়ে পড়ে যুদ্ধে । 

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে লাখাে শহিদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা । এমন জীবনের অধিকারী যারা তারা মৃত্যুর মাধ্যমে অমরত্ব লাভ করে । সাহসী লােকেরা প্রতি মুহূর্তে জীবনকে , পৃথিবীর সৌন্দর্যকে উপভােগ করে । সমাজ ও সভ্যতা বিকাশের প্রতিটি ধারায় রয়েছে সাহসী মানুষের মহান অবদান । আর যারা ভীরু , তারা বরাবর মৃত্যুকে এড়িয়ে যেতে চায় । কাপুরুষ চিত্ত তাদের গৃহকোণে আবদ্ধ করে রাখে । জীবনের প্রয়ােজনে জীবন বিলিয়ে দেওয়ার অপার আনন্দ থেকে তারা বঞ্চিত হয় । 

তাই তাদের বেঁচে থাকা হয়ে ওঠে অর্থহীন । প্রয়ােজনে যে মরতে দ্বিধা করে না , তাদের বেঁচে থাকাই সার্থক । বেঁচে থাকার অধিকারও তাদেরই । মৃত্যুভয়ে ভীত না হয়ে যারা জীবনসংগ্রামে দৃপ্তপদক্ষেপে এগিয়ে যায় এবং মানবকল্যাণে জীবন বিসর্জন দিতেও দ্বিধা করে না পৃথিবীতে তাদের বেঁচে থাকাটাই সার্থক ।


Tagভাব সম্প্রসারণ - প্রয়োজনে যে মরিতে প্রস্তুত, বাঁচিবার অধিকার শুধু তাহারই, প্রয়োজনে যে মরিতে প্রস্তুত, বাঁচিবার অধিকার শুধু তাহারই বলতে কি বুঝায়, প্রয়োজনে যে মরিতে প্রস্তুত, বাঁচিবার অধিকার শুধু তাহারই উক্তিটি  কেন করা হয়েছে, প্রয়োজনে যে মরিতে প্রস্তুত, বাঁচিবার অধিকার শুধু তাহারই English Translate 


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)