
কীর্তিমানের মৃত্যু নেই
মহৎ কাজই মানুষকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখে , কীর্তিমান এবং চিরস্মরণীয় করে । বয়স কখনাে মানুষকে চিরস্মরণীয় করার মাপকাঠি নয় । মহৎ মানুষ পৃথিবী থেকে দৈহিকভাবে মৃত্যুবরণ করলেও পেছনে থেকে যায় তার মহৎ কর্ম । আর এ মহৎ কর্মই সাক্ষ্য দেয় মানুষের কীর্তি ও গৌরবের । মানুষের জীবনকে বয়সের সীমারেখা দিয়ে পরিমাপ করা যায় না।
দীর্ঘজীবী হয়েও মানুষ যদি জীবনে কোনাে ভালাে কাজ না করে তবে সে জীবন অর্থহীন । এ অর্থহীন জীবন নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর বেশি দিন তাকে মানুষ স্মরণে রাখে না । সে জীবন নীরবে ঝরে যায় । কিন্তু যে মানুষ তার ছােট্ট জীবনকে দেশ , জাতি ও সমগ্র পৃথিবীর কল্যাণে কাজে লাগান তার জীবন হয় সার্থক । এ জীবন তার মহৎ কর্মের জন্য স্মরণীয় ও বরণীয় হয় । তাঁকে মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে । কবি , কর্মের মহৎ গুণেই অমরত্ব লাভ করেছেন।
কাজী নজরুল ইসলাম অনেক বছর বেঁচে ছিলেন । কিন্তু তার ৪০ বছর বয়সের পর বাকশক্তি ছিল না । তিনি তার কর্মময় জীবনে যে সময়টুকু মহৎ সাহিত্য সাধনায় ব্যয় করেছেন , সেই মহৎ কাজের জন্যে তিনি গৌরবান্বিত হয়েছেন । বাংলা সাহিত্যের ইতিহাসে নজরুল শুকতারার মতাে উজ্জ্বল হয়ে আছেন বয়সের জন্য নয় , তাঁর অসাধারণ সাহিত্যকর্মের জন্য।
অন্যদিকে , কবি সুকান্ত মাত্র একুশ বছর বয়সে মারা যান । কিন্তু এত অল্প সময়ে তিনি বাংলা সাহিত্যে যে অবদান রেখে গেছেন তাতে তাঁর কখনাে মৃত্যু হবে না । তিনি চিরস্মরণীয় । এমনই অনেক জ্ঞানী - গুণী দার্শনিক , বৈজ্ঞানিক অসংখ্য অবদান রেখে গেছেন বিভিন্ন ক্ষেত্রে । তারা কখনাে । হারিয়ে যাবেন না । পৃথিবীর বুকে তাঁরা তাঁদের মহৎ কর্মের জন্য স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন।
মানুষ বেশি বয়স পর্যন্ত বাঁচলেও সেই সময়টুকু যদি কোনাে মহৎ কাজে না লাগায় তবে তার কোনাে স্থায়ী মূল্য নেই । কাজেই বয়স নয় , মহৎ কর্ম মানুষকে কীর্তিমান করে । বয়স মানুষকে তাড়িয়ে বেড়ায় । আর কম মানুষকে দেয় অনুপ্রেরণা । কর্ম মানুষকে তার মৃত্যুর পরও অন্যদের কাছে বাঁচিয়ে রাখে।
Tag: ভাব সম্প্রসারণ - কীর্তিমানের মৃত্যু নেই, কীর্তিমানের মৃত্যু নেই বলতে কি বোঝায়, কীর্তিমানের মৃত্যু নেই উক্তিটি কেন করা হয়েছে, কীর্তিমানের মৃত্যু নেই, কীর্তিমানের মৃত্যু নেই English Translate

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)