ভাব সম্প্রসারণ - তুমি অধম- তাই বলিয়া আমি উত্তম না হইব কেন


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


ভাব সম্প্রসারণ - তুমি অধম- তাই বলিয়া আমি উত্তম না হইব কেন, তুমি অধম- তাই বলিয়া আমি উত্তম না হইব কেন বলতে কি বোঝানো হয়েছে, তুমি অধম- তাই বলিয়া আমি উত্তম না হইব কেন উক্তিটি কেন করা হয়েছে, তুমি অধম- তাই বলিয়া আমি উত্তম না হইব কেন English Translate

তুমি অধম- তাই বলিয়া আমি উত্তম না হইব কেন

সৃষ্টির সেরা জীব মানুষের রয়েছে বিবেক ও মনুষ্যত্ববােধ । যার দ্বারা মানুষ নিজের ওপর অধমের সকল কুপ্রভাব ঝেড়ে ফেলে দিয়ে নিজেকে উত্তমে পরিণত করতে পারে । কারণ মনুষ্য জাতির আদর্শই হচ্ছে উত্তম পশ্যার অনুকরণ - অনুসরণ করা । পৃথিবীতে মানবজীবন প্রতিনিয়ত ভালাে ও মন্দের মধ্য দিয়ে অতিবাহিত হয় । প্রতিটি মানুষের চরিত্র , বৈশিষ্ট্য ও মানসিকতার মধ্যে রয়েছে ভিন্নতা । ভালাে মানুষ অপরের মন্দ কর্মকে কখনােই আদর্শ হিসেবে গ্রহণ করেন । 

অন্যায় পথের কোনাে মােহ তাঁদের আকৃষ্ট করতে পারে না । নিজের সামর্থ্য অনুযায়ী তারা অন্যের কল্যাণ সাধনের চেষ্টা করেন । অনেক সময় উত্তমের ব্যবহার ও আদর্শে অনুপ্রাণিত হয়ে অধমও উত্তম হয়ে ওঠেন । উত্তম ব্যক্তি বিবেক ও মনুষ্যত্ব দ্বারা দেশ ও জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করেন । অন্যদিকে অধম ব্যক্তি সমাজে নিন্দিত ও নিগৃহীত হয় । 

প্রকৃত উত্তম ব্যক্তিকে অন্যায় , অসত্য ও অসুন্দর কখনােই আকৃষ্ট করতে পারে । উত্তম ব্যক্তি আত্মশক্তিতে বলীয়ান থাকে । আর অধম ব্যক্তি মানসিকভাবে দুর্বল থাকে । অধম ব্যক্তি উত্তম ব্যক্তির ক্ষতি করলেও প্রতিদানে উত্তম কখনাে অধমের ক্ষতি করেন না । উত্তম ব্যক্তির চরিত্রগুণ , আদর্শ ও সুন্দর ব্যবহার সকলেরই আদর্শ । 

মানুষ হিসেবে আমাদের সর্বদা উত্তমকে গ্রহণ এবং অধর্মকে বর্জন করা উচিত । প্রতিটি মানুষের জীবনের ব্রত হওয়া উচিত উত্তম সাধনা । উত্তম ব্যক্তি তাঁর মহৎ গুণাবলি দিয়ে অধমকেও জয় । করতে পারেন । পারেন মনুষ্যত্ব দ্বারা সকল অন্যায়কে পরাভূত করতে ।


Tagভাব সম্প্রসারণ - তুমি অধম- তাই বলিয়া আমি উত্তম না হইব কেন, তুমি অধম- তাই বলিয়া আমি উত্তম না হইব কেন বলতে কি বোঝানো হয়েছে, তুমি অধম- তাই বলিয়া আমি উত্তম না হইব কেন উক্তিটি কেন করা হয়েছে, তুমি অধম- তাই বলিয়া আমি উত্তম না হইব কেন English Translate 


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post