আজকের সাধারণ জ্ঞান ৭ ফেব্রুয়ারি ২০২১


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


আজকের সাধারণ জ্ঞান ৭ ফেব্রুয়ারি ২০২১

সাধারণ জ্ঞান : আজকের সাধারণ জ্ঞান ৭ ফেব্রুয়ারি ২০২১

পত্রিকা থেকে সংগৃহীত (০৭ ফেব্রুয়ারি, ২০২১)

বাংলাদেশ বিষয়াবলী

০১. দেশজুড়ে করোনার গণ টিকা কার্যক্রম কবে শুরু হয়?

উত্তরঃ ৭ ফেব্রুয়ারি, ২০২১.

## সারা দেশের সরকারি-বেসরকারি মিলিয়ে ১ হাজার ৫টি হাসপাতালে টিকা দেওয়া হবে, ঢাকায় ৫০টি হাসপাতালে। 

## প্রথম টিকাদান কর্মসূচী চালু হয় - ২৭ জানুয়ারি, ২০২১.

০২. কমলাপুর রেলস্টেশন কবে নির্মিত হয়?

উত্তরঃ ১৯৬৮ সালে। 

## স্থপতি - ড্যানিয়েল বার্নহ্যাম এবং বব বুই (দুজনই মার্কিন নাগরিক)। 

## সম্প্রতি বাংলাদেশ রেলওয়ে এই নান্দনিক স্থাপনা ভেঙ্গে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করছে। 

০৩. বাংলাদেশের স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে কলকাতায় ভাষণ দেন?

উত্তরঃ ৬ ফেব্রুয়ারি, ১৯৭২. 

## গত কাল এই ভাষণের ৪৯তম বার্ষিকী পালিত হলো। 

#আন্তর্জাতিক বিষয়াবলী 

০১. সম্প্রতি কোন সশস্ত্র গোষ্ঠীকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিতে যাচ্ছে?

উত্তরঃ ইয়েমেনের হুতি বিদ্রোহী। 

## ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয় - ২০১৪ সালে।

০২. যুক্তরাষ্ট্রের বর্তমান সেনাপ্রধানের নাম কী?

উত্তরঃ ম্যাক কনভেল। 

## গত ২৯ জানুয়ারি বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ যুক্তরাষ্ট্র সফরে যান এবং মি. কনভেলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। 

০৩. দ্বিতীয় করোনার টিকা হিসেবে চীনে সম্প্রতি কোন প্রতিষ্ঠানের টিকা অনুমোদন পেলো?

উত্তরঃ সিনোভ্যাক। 

## অনুমোদন প্রদান - ৬ ফেব্রুয়ারি, ২০২১.

## এর আগে চীনে প্রথম করোনা টিকা হিসেবে অনুমোদন পায় - সিনোফার্মের টিকা। 


০৪. মিয়ানমারের বৃহত্তম শহর কোনটি?

উত্তরঃ ইয়াঙ্গুন।

## প্রশাসনিক রাজধানী - নাইপিদো। 


০৫. যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে?

উত্তরঃ অ্যান্টনি ব্লিঙ্কেন। 

#বিজ্ঞান ও প্রযুক্তি 

০১. বর্তমান বিশ্বের ক্ষুদ্রতম সরীসৃপের নাম কী?

উত্তরঃ ব্রুকেসিয়া নানা। 

## হাতের আঙ্গুলের ডগায় বসতে পারে এমন ক্ষুদ্রতম প্রাণীটি সম্প্রতি আফ্রিকার দেশ মাদাগাস্কারের পার্বত্য এলাকায় পাওয়া গেছে।

০২. মানবদেহের ওজনের কত শতাংশ লবণ থাকে?

উত্তরঃ ১ শতাংশ। 

করোনাভাইরাস COVID-19 আপডেট - (2019-nCoV)

০৬ ফেব্রুয়ারি, ২০২১ পর্যন্ত – সারা বিশ্বে

মোট আক্রান্ত – ১০ কোটি ৬০ লাখ ৩ হাজার ৬৩৩ জন (বাংলাদেশে আক্রান্ত – ৫ লাখ ৩৭ হাজার ৭৭০ জন)। 

মোট সুস্থ – ৭ কোটি ৭৬ লাখ ৪৩ হাজার ৫৭ জন (বাংলাদেশে সুস্থ – ৪ লাখ ৮২ হাজার ৮৪১ জন)।   

মোট মৃত্যু – ২৩ লাখ ১১ হাজার ১ জন (বাংলাদেশে মৃত্যু – ৮ হাজার ১৯০ জন)। 

সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ২২১টি দেশ ও অঞ্চলে। 


খেলাধুলা 

০১. টেস্টে বাংলাদেশের হয়ে সবেচেয়ে বেশী সেঞ্চুরির বর্তমান মালিক কে?

উত্তরঃ মুমিনুল হক (১০টি)। 

## গত ৬ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করে এই রেকর্ড গড়েন তিনি। 

## বাংলাদেশের পঞ্চম খেলোয়াড় হিসেবে ছুঁয়েছেন - ৩ হাজার রানের মাইলফলক। 

০২. প্রথমবারের মতো কোনও খেলোয়াড় হিসেবে ব্যক্তিগত শততম টেস্টে সম্প্রতি কে ডাবল সেঞ্চুরি করেছেন?

উত্তরঃ জো রুট, ইংল্যান্ড। 

## গত ৬ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে তিনি মাইলফলক ছুঁয়েছেন। 


সেরা_উক্তি 

“একজন মানুষ এখন কতটা উপরে আছে, তা দিয়ে আমি তার সাফল্য মাপি না। একদম নিচে পড়ে যাওয়ার পর সে নিজেকে কতটা ওপরে তুলতে পারে – সেটাই আসল কথা।”

- জর্জ এস, প্যাটন (২য় বিশ্বযুদ্ধে আমেরিকান সেনাবাহিনীর জেনারেল)। 


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post