মেডিকেল ভর্তি আবেদন নিয়ে সকল প্রশ্নের উত্তর -Medical Admission Frequently Asked Questions (শিক্ষাবর্ষ ২০২০-২১)

মেডিকেল ভর্তি আবেদন নিয়ে সকল প্রশ্নের উত্তর
       
       
                  

     মেডিকেল ভর্তি আবেদন নিয়ে সকল প্রশ্নের উত্তর -Frequently Asked Questions (শিক্ষাবর্ষ ২০২০-২১) 

    সকল প্রশ্নের উত্তরঃ

    🟥মেডিকেল এডমিশন এপ্লাই করতে কি কি লাগে?

    ১. এসএসসি ও এইসএসসি রোল নম্বর(ফর্ম ফিল আপের সময় রোল নম্বর বললেই হবে)

    ২. রেজিষ্ট্রেশন নম্বর

    ৩. সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি

    ৪. তোমার এলাকার পোস্ট কোড(তোমার আব্বু বা আম্মুর আইডি কার্ডের পিছনে দেখবা চার ডিজিটের একটা কোড আছে। যেমনঃ 9432)

    Q. মেডিকেল এডমিশনে কারা আবেদন করতে পারবে?

    -যারা ২০১৭/১৮ তে এসএসসি  এবং ২০১৯/২০ এ এইচএসসি পাশ করেছে।

    Q.মেডিকেল এডমিশনে ১,২১,০০০ এর বেশি কি আবেদন করতে পারবে না?

    - আবেদন করা যাবে না বা আবেদন এই সংখ্যার বেশি হলে গৃহীত হবে না, এমন কোন রেস্ট্রিকশন বিজ্ঞপ্তিতে নেই। 

     Q.মেডিকেল এডমিশনে কবে এপ্লিকেশন করবো? দেরি করে করলে সমস্যা আছে? কোচিং কি এপ্লিকেশন করে দেবে?

     - প্রথমেই করে ফেলার চেষ্টা করতে হবে। দেরি করলে তোমার ফার্স্ট সেন্টার চয়েস যেখানে, সেটা নাও পেতে পারো।

     কোচিং এপ্লিকেশন করে দেবে কি না সে ব্যাপারে বিস্তারিত জানতে অবশ্যই নিজ শাখায় যোগাযোগ করবে।

    Q. মেডিকেল এডমিশনে সেকেন্ড টাইমে কি ৫ কাটছে?

    - হ্যা, সব সেকেন্ড টাইমারদের ৫ মার্ক কাটবে।

    Q. মেডিকেল এডমিশনে ইমপ্রুভমেন্ট দিলে কি ৫ কাটবে?

    - না।

    Q. মেডিকেল এডমিশনে ভর্তির খরচ কত?

    -১০০০ টাকা

    Q.মেডিকেল এডমিশনে টেলিটক সীম কি নিজের থাকা লাগবে? দোকান থেকে করলে হবে না?

    - দোকান থেকে/পরিচিত কারো টেলিটক সীম থেকে করলেও হবে, তবে নিজে একটা টেলিটক সীম কিনে নিয়ে নিজেই পেমেন্ট করলে ভুলের সম্ভাবনা কম থাকে।

    Q. মেডিকেল এডমিশনে ছবি কি সাদাকালো? নাকি রঙিন? 

    - অবশ্যই রঙিন

    Q. মেডিকেল এডমিশনে ছবির ব্যাকগ্রাউন্ড কেমন? সাদা? নীল?

    - যেকোন ব্যাকগ্রাউন্ড। শুধু ছবিতে পরিষ্কারভাবে তোমাকে বোঝা গেলে হবে।

    Q. মেডিকেল এডমিশনে কলেজের ইউনিফর্মসহ ছবি দেওয়া যাবে?

    - যাবে

    Q.মেডিকেল এডমিশনে ছবিতে যদি সামনে চুলের বেনী চলে আসে?

    - সমস্যা নেই। 

    Q. মেডিকেল এডমিশনে হিজাব পরা ছবি দেওয়া যাবে? কান দেখানো লাগবে?

    - হ্যা, দেওয়া যাবে। না, দেখানো লাগবে না।

    Q. ছবি ৩০০*৩০০ পিক্সেল কিভাবে করবো?

    - মোবাইলে করলে Image Size একটা অ্যাপ আছে, ওটা দিয়ে করতে পারো। ল্যাপটপে Paint অপশন থেকে ইমেজ রিসাইজ করা যাবে। সাইজ অবশ্যই  ১০০ কিলোবাইটের কম হতে হবে। এছাড়াও অনলাইনে বহু ফ্রি কনভার্টার পাওয়া যাবে।

    Q.মেডিকেল এডমিশনে স্বাক্ষর কি বাংলায় নাকি ইংরেজিতে দেবো?

    - বাংলা/ইংরেজি যে কোন ভাষায় দিতে পারো। অনেকে আবার আলাদা সিগনেচার দেয়। সহজ করে স্বাক্ষর দেওয়াই ভালো। বাংলাতে বা ইংরেজিতে তুমি যেভাবে তোমার নাম লেখো, সেটাই স্বাক্ষর হিসেবে দেওয়া ভালো।

    Q. মেডিকেল কলেজ চয়েস কয়টা দেওয়া যায়?

    -সবগুলোতে দেওয়া যায়। অবশ্যই সবগুলো চয়েস পূরণ করবে।

    Q. মেডিকেল কলেজ চয়েস কোন সিরিয়ালে দেবো?

    - বিশেষ কোন কারণ না থাকলে, যেভাবে আছে, ওভাবেই সিরিয়ালে দেবে।তবে DMC,SSMC,SHMC,মুগদা,MMC,RMC,local.....বাকী সবগুলো

    Q. মেডিকেল এডমিশনে ঢাকা বোর্ডের বাইরের শিক্ষার্থীরা সেন্টার কি ঢাকায় চয়েস দিতে পারবে?

    -স্যার সলিমুল্লাহ, ঢাকা ডেন্টাল ও মুগদাতে দিতে পারবে

    Q.মেডিকেল এডমিশনে ঢাকার সেন্টারগুলোতে পরীক্ষা কোন জায়গায় হয়?

    - ঢাকা মেডিকেল - ঢাকা ভার্সিটি 

    স্যার সলিমুল্লাহ মেডিকেল- ইডেন

    সোহরাওয়ার্দী মেডিকেল - তেঁজগাও 

    মুগদা মেডিকেল - মতিঝিল আইডিয়াল

    ঢাকা ডেন্টাল - তিতুমীর / বাংলা কলেজ

    #ঢাকার  শিক্ষার্থীরা DMC,SHMC ছাড়া ও ঢাকার বাকীগুলোতেও যেকোনো সেন্টার চয়েজ করতে #পারবেন..কিন্তু ঢাকার #বাইরের শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ চয়েজ দিতে পারবেন না.. 

    Q.মেডিকেল এডমিশনে যেকোন ধরনের চয়েস কি একাধিকবার দেওয়া যাবে?

    -না, একবারই। এই কারণে কি কি ফিলআপ করবে, সেটা আগেই ডেমো ফর্মে লিখে রাখবে। তাহলে ভুল হবে না।

    Q. O/A লেভেল হলে কি করবো?

    -Director, Medical Education থেকে ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট আইডি নিয়ে নিতে হবে।

    Q.মেডিকেল এডমিশনে উপজাতি বা পার্বত্য জেলার অ-উপজাতি প্রার্থী কি করবে?

    - সনদের স্মারক নাম্বার/সনদ নাম্বার ও তারিখ জেনে রাখতে হবে। এন্ট্রির সময়ে লাগবে। ভর্তির সময়ে এগুলো সহ পাড়ার হেডম্যান এর সার্টিফিকেট লাগবে।

    Q. মেডিকেল এডমিশনে মুক্তিযোদ্ধা কোটায় কারা যোগ্য? 

    -সরাসরি মুক্তিযোদ্ধার সন্তান বা সন্তানের সন্তান

    Q. মুক্তিযোদ্ধা কোটার প্রার্থী কি করবে?

    - সনদ/স্মারক নাম্বার ও তারিখ জেনে রাখতে হবে। এন্ট্রির সময়ে লাগবে। ভর্তির সময়েও লাগবে।

    Q. জেলা কোটা কি কাজে আসবে,কিভাবে পুরন করবো?

    - জেলা কোটা আলাদাভাবে পূরণ করা লাগে না। ওইটা অটো হয়ে যায়। তুমি যে পোস্ট কোড দিবা বা হোমডিস্ট্রিক সিলেক্ট করবা ওই অনুযায়ী হবে।

    তবে মাইগ্রেশন আর হোমডিস্টিক্টে চান্সের ক্ষেত্রে খুব important 

    হোম ডিস্ট্রিক সিলেক্ট করার ক্ষেত্রে তোমার আব্বু আম্মু যে এলাকার ভোটার সেই ঠিকানা দেওয়ার ট্রাই করবা। কারণ এটা সরাসরি কোটা হিসেবে গণ্য হয়। যদি তুমি জেলা কোটায় চান্স পাও তখন তোমার ওই ঠিকানা থেকে একটা নাগরিক সনদ পত্র দেওয়া লাগবে।

    তবে অন্যান্য কোটা যাদের আছে তারা সার্কুলার টা আরো একবার পড়বা। ওই নিয়মে ফিল আপ করবা।

     Q. মেডিকেল এডমিশনে পরীক্ষার প্রশ্ন কোন ভাষায় হবে?

    - বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই। ইংরেজি চাইলে Question language English সিলেক্ট করতে হবে।

    Q.মেডিকেল এডমিশনে ১ম ও ২য় মোবাইল নাম্বার কি কাজে লাগবে?

    - পরীক্ষা এবং ভর্তি প্রক্রিয়া চলাকালীন অবশ্যই ১ম নাম্বারটি সচল রাখতে হবে। যাবতীয় মেসেজ এই নাম্বারেই আসবে। বিকল্প যোগাযোগের জন্য ২য় নাম্বারটিও নিয়ে রাখা হয়।

    Q.মেডিকেল এডমিশনে টাকা জমা দেওয়ার পরে কি ছবি/স্বাক্ষর বদলানো যাবে?

    -না

    Q.সেন্টার চয়েজঃ এপ্লাইয়ের সাথে সাথে ফোনের এসএমএস এর মাধ্যমে তোমার পছন্দনিও সেন্টারের কোড পাঠাতে হয়। এটা যেখান থেকে এপ্লাই করবা ওরাই সিস্টেম টা বলে দিবে। এইটা খেয়াল রাখবা যে সেন্টার টা যেন তোমার নাগালের মধ্যে হয়। আর এপ্লাই করবা খুব #দ্রুত সময়ের মধ্যে তাহলে পছন্দনিও সেন্টার পাবা।

    Q. কলেজ চয়েজঃ এক্ষেত্রে তুমি যত গুলো কলেজ আছে সবগুলা চয়েজ দিবা। উপরের গুলো উপরে। এমন ক্রমান্বয়ে সাজাবে।এটা অনেক বড় ফ্যাক্ট। তবে হতাশার কিছু নাই। এই চয়েজ লিস্ট দ্রুত সময়ের মধ্যে ১/২ বার পরিবর্তন করা যায়।


    Q. এসএমএস ও সিমঃ এপ্লাই হয়ে গেলে একটা স্টুডেন্ট কপি দেওয়া হয় আর তোমার দেওয়া একটা মোবাইল নাম্বারে User Id&Password দেওয়া হয়। ওই সিমটা মাস্ট বি খোলার রাখতে হবে। আর ওই এসএমএস গুলা সংরক্ষণ করতে হবে। এগুলা পরে এডমিড কার্ড নিতে কাজে লাগবে।

    Q. সর্বদা অভিজ্ঞ বা প্রফেশনাল কোনো কম্পিউটারের দোকান বা ব্যক্তি থেকে এগুলা করবা। একটা ভূল কিন্তু অনেক বড় ক্ষতি করতে পারে....

    Q. মেডিকেল এডমিশনে পরীক্ষার সময় কতক্ষণ? ঘড়ি/ক্যালকুলেটর নেওয়া যায়?

    - ১ ঘন্টা। না।

    Q.মেডিকেল এডমিশনে সাধারণ জ্ঞানের টপিকের মধ্যে কি আন্তর্জাতিক আছে?

    - না। 

    Q. মেডিকেল এডমিশনে পরীক্ষার হলে স্বাস্থ্যবিধি মানা হবে কিভাবে?

    -মাস্ক পরে যেতে হবে। তাড়াহুড়ো না করে ধৈর্য্য ধরে আস্তে আস্তে হলে প্রবেশ এবং বের হতে হবে।

    website-

     http://dghs.teletalk.com.bd/ )

    Special thanks to

    Md Samrat Haider

    @A A sohan


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     

    কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন