আজকের সাধারণ জ্ঞান ২৬ জানুয়ারি ২০২১
আজকের_সাধারণ_জ্ঞান
পত্রিকা থেকে সংগৃহীত (২৬ জানুয়ারি, ২০২১)
বাংলাদেশ বিষয়াবলী
০১. দেশে করোনা টিকাদানের আনুষ্ঠানিক উদ্বোধন কবে করা হবে?
উত্তরঃ ২৭ জানুয়ারি, ২০২১.
## করোনার টিকা নিতে আগ্রহী ব্যক্তিদের নিবন্ধন করতে চালু করা ওয়েবপোর্টাল - সুরক্ষা (ওয়েবসাইট লিংকঃ www.surokkha.gov.bd
০২. রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) প্রকাশিত ‘মুক্ত গণমাধ্যম সূচক - ২০২০’ অনুযায়ী বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম?
উত্তরঃ ১৫১তম (১৮০টি দেশের মধ্যে)।
০৩. ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়েছে?
উত্তরঃ ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা।
০৪. সম্প্রতি ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার - ২০২০’ -এর জন্য কত জনের নাম ঘোষণা করা হয়েছে?
উত্তরঃ ১০ জন।
## পুরস্কার ঘোষণা - ২৫ জানুয়ারি, ২০২১.
## পুরস্কার প্রদান - ১৮ মার্চ, ২০২১ (বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে)।
## ১৯৬০ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।
০৫. পৃথিবীর সবচেয়ে বড় শ্বাসমূল বন কোনটি?
উত্তরঃ সুন্দরবন।
## বন বিভাগের সর্বশেষ ২০১৯ সালের জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা - ১১৪টি।
০৬. ২০২০ সালে বাংলাদেশি উদ্যোক্তারা কী পরিমাণ তৈরি পোশাক রপ্তানি করেছে?
উত্তরঃ ২ হাজার ৭৪৭ কোটি ডলার।
## ইইউ দেশগুলোর মধ্যে সর্বোচ্চ রপ্তানি - জার্মানিতে (৪৮৯ কোটি ডলার)।
০৭. দেশে বর্তমানে কতটি প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছে?
উত্তরঃ ১৬টি (তবে ব্যাংক ১৫টি, অন্যটি সরকারের ডাক বিভাগ)।
## আগামী জুনে ট্রাস্ট ব্যাংক এবং অ্যাজিয়াটার যৌথ উদ্যোগে ট্রাস্ট অ্যাজিয়াটা পে বা ট্যাপ নামে নতুন মোবাইল ব্যাংকিং সেবা চালু হবে।
০৮. ২০২১ সালে কোন দুই জন বাংলাদেশি ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ তে ভূষিত হয়েছেন?
উত্তরঃ অধ্যাপক সন্জীদা খাতুন এবং লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির।
০১. ইসরায়েল সম্প্রতি আরব বিশ্বের কোন দেশে তাঁদের দূতাবাস খুলেছে?
উত্তরঃ সংযুক্ত আরব আমিরাত।
## দূতাবাস খোলার সময় - ২৪ জানুয়ারি, ২০২১.
০২. দুই দিন ব্যাপী ‘জলবায়ু অভিযোজন সামিট - ২০২১’ কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ নেদারল্যান্ডস।
## অনুষ্ঠান কাল - ২৫-২৬ জানুয়ারি, ২০২১.
০৩. নাকু গিরিপথ কোথায় অবস্থিত?
উত্তরঃ সিকিম, ভারত।
## গত ২০ জানুয়ারি সিকিমের এই অংশে ভারত-চীন সেনারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
০৪. নেপালের বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম কী?
উত্তরঃ নেপাল কমিউনিস্ট পার্টি (এনসিপি)।
## সম্প্রতি দেশটির বর্তমান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে এই দল থেকে বহিস্কার করা হয়েছে।
০৫. ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারী বাসভবনের নাম কী?
উত্তরঃ এলিসি প্রাসাদ।
০৬. কোন দেশকে ভারত মহাসাগরে চীনের প্রবেশদ্বার বলা হয়?
উত্তরঃ মিয়ানমার।
বিজ্ঞান ও প্রযুক্তি
০১. রোবট সোফিয়ার উদ্ভাবক প্রতিষ্ঠানের নাম কী?
উত্তরঃ হ্যানসন রোবোটিকস।
## প্রধান নির্বাহী - ডেভিড হ্যানসন।
## রোবট সোফিয়া তৈরি হয় - ২০১৬ সালে।
০২. কোন কোম্পানি প্রথম ভিসিক্যালক স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করে?
উত্তরঃ অ্যাপল কোম্পানি।
#করোনাভাইরাস COVID-19 আপডেট - (2019-nCoV)
২৫ জানুয়ারি, ২০২১ পর্যন্ত – সারা বিশ্বে
মোট আক্রান্ত – ৯ কোটি ৯৮ লাখ ৫৭ হাজার ৬০৩ জন (বাংলাদেশে আক্রান্ত – ৫ লাখ ৩২ হাজার ৪০১ জন)।
মোট সুস্থ – ৭ কোটি ১৮ লাখ ৫৯ হাজার ৩৪৫ জন (বাংলাদেশে সুস্থ – ৪ লাখ ৭৬ হাজার ৯৭৯ জন)।
মোট মৃত্যু – ২১ লাখ ৪০ হাজার ৭৬৮ জন (বাংলাদেশে মৃত্যু – ৮ হাজার ৪১ জন)।
সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ২২০টি দেশ ও অঞ্চলে।
খেলাধুলা
০১. করোনার বিরতি কাটিয়ে অনুষ্ঠিত সদ্য সমাপ্ত বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে ম্যান অব দ্য ম্যাচ কে হয়েছেন?
উত্তরঃ সাকিব আল হাসান।
## সিরিজ জয়ী দল - বাংলাদেশ (৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে)।
০২. প্রথম খেলোয়াড় হিসেবে সম্প্রতি কে আন্তর্জাতিক ক্রিকেটে এক দেশে ৩০০ উইকেট এবং ৬০০০ রানের ডাবল ছুঁয়েছেন?
উত্তরঃ সাকিব আল হাসান (আন্তর্জাতিক ক্রিকেটে ১৪তম বার সিরিজ সেরা হলেন তিনি)।
## আরও কিছু রেকর্ডঃ
পঞ্চম বাংলাদেশি হিসেবে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন - মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার মাধ্যমে প্রতিপক্ষকে ১৪তম বার হোয়াইট ওয়াশ করলো।
০৩. নবম বাংলাদেশ গেমস কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ১-১০ এপ্রিল, ২০২১.
সেরা_উক্তি
“করে ফেলার আগে সবকিছুই অসম্ভব মনে হয়।”
- নেলসন ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকার মহান নেতা।
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)