কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২১ থেকে সাম্প্রতিক MCQ-কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২১ সাম্প্রতিক তথ্য


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



 কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২১ সাম্প্রতিক তথ্য | কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২১ থেকে সাম্প্রতিক MCQ

❖ ১৯ জানুয়ারি ২০২০ দেশের দ্বিতীয় স্যাটেলাইট প্রকল্পে পরামর্শক হিসেবে নিয়োগ পায় - PricewaterhouseCoopers  (PwC)।

❖ উৎক্ষেপিতব্য দ্বিতীয় স্যাটেলাইটের নাম হবে - বঙ্গবন্ধু স্যাটেলাইট-২।

❖ দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপন করা হবে - ২০২৩ সালে।

❖ বর্তমানে ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য - ৪টি।

❖ দেশের চতুর্থ ভৌগোলিক নির্দেশক পণ্য - ঢাকাই মসলিন।

❖ বরগুনা সদরে দেশের প্রথম নৌকা জাদুঘর উদ্বোধন করা হয় - ৩১ ডিসেম্বর ২০২০।

❖ দেশের প্রথম নৌকা জাদুঘরের নাম - বঙ্গবন্ধু নৌকা জাদুঘর।

❖ বাংলাদেশ সরকার এ পর্যন্ত পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে - ৮টি।

❖ জাতীয় অর্থনৈতিক পরিষদের (NEC) সভায় অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন দেওয়া হয় - ২৯ ডিসেম্বর ২০২০।

❖ অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল - ২০২১-২০২৫ সাল।

❖ অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে ব্যয় হবে - ৬৪,৯৫,৯৮০ কোটি টাকা।

❖ 'আদমশুমারি ও গৃহগণনা'র বর্তমান নাম - জনশুমারি ও গৃহগণনা।

❖ যে সালের পরিসংখ্যান আইন, অনুযায়ী 'আদমশুমারি ও গৃহগণনা'- এর নাম পরিবর্তন করে 'জনশুমারি ও গৃহগণনা' করা হয় - ২০১৩ সাল।

❖ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় যত বছর পর পর - ১০ বছর।

❖ ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে - ২৫-৩১ অক্টোবর ২০২১।

❖ বাংলাদেশের প্রথম শরিয়াহ ভিত্তিক ইসলামী বন্ড সুকুকের নিলাম অনুষ্ঠিত হয় - ২৮ ডিসেম্বর ২০২০।

❖ প্রথম ইসলামী বন্ড সুকুক যে নামে ইস্যু করা হয় - ইজারা সুকুক।

❖ ১ জানুয়ারি ২০২১ যে দুটি ব্যাংক পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকে রূপান্তরিত হয় - স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড।

❖ জানুয়ারি ২০২১ পর্যন্ত যতটি ব্যাংক পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে - ১০টি।

❖ এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড এর বর্তমান নাম - গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড।

❖ প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে দু'বার অভিশংসিত হন - ডােনাল্ড ট্রাম্প। 

❖ ডােনাল্ড ট্রাম্প কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে দ্বিতীয়বার অভিশংসিত হন - ১৩ জানুয়ারি ২০২১।

❖ ২০ জানুয়ারি ২০২১ জো বাইডেন যততম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন - ৪৬ তম।

❖ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও নারী ভাইস প্রেসিডেন্ট - কমলা হ্যারিস।


❖ ৪ ডিসেম্বর ২০২০ স্বল্পোন্নত দেশ (LDC) থেকে উত্তরণ ঘটে যে দেশের - ভানুয়াতু।

❖ ১২ ফেব্রুয়ারি ২০২১ LDC থেকে উত্তরণ ঘটবে যে দেশের - অ্যাঙ্গোলা।

❖ ১২ ফেব্রুয়ারি ২০২১ LDC- ভুক্ত দেশের সংখ্যা হবে - ৪৫টি। 

❖ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভারপ্রাপ্ত মহাসচিব - জুলি ভেরার।

 ❖ জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (UNCTAD) ভারপ্রাপ্ত মহাসচিব - ইসাবেলা ডুরান্ড। 

❖ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হয় - ২২ জানুয়ারি ২০২১।

❖ orld Economic League Table 2021 অনুযায়ী GDP'র ভিত্তিতে শীর্ষ অর্থনীতির দেশ - যুক্তরাষ্ট্র। 

❖ World Economic League Table 2021 GDP'র ভিত্তিতে সর্বনিম্ন অর্থনীতির দেশ - টুভ্যালু।

❖ World Economic League Table 2021 GDP'র ভিত্তিতে বাংলাদেশের অবস্থান - ৪১ তম।

❖ GFP'র ২০২১ সালের সামরিক শক্তি র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র।

❖ GFP'র ২০২১ সালের সামরিক শক্তি র‍্যাঙ্কিংয়ে সর্বনিম্ন দেশ -  ভুটান।

 ❖ GFP'র ২০২১ সালের সামরিক শক্তি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান - ৪৫ তম।

❖ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (AIIB) বর্তমান সদস্য দেশ - ৮৫টি।

❖ ৬ জানুয়ারি ২০২১ যে দেশ AIIB'র ৮৫তম সদস্যপদ লাভ করে - টোঙ্গা।

❖ আন্তুর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা (IHO)- এর বর্তমান সদস্য দেশ - ৯৪টি।

 ❖ ৭ ডিসেম্বর ২০২০ যে দেশ IHO'র ৯৪তম সদস্যপদ লাভ করে - লেবানন।

❖ বাংলাদেশে করােনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয় - ২৭ জানুয়ারি ২০২১।

 ❖ বাংলাদেশে যে টিকা দিয়ে করােনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয় - Covishield।

❖ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করােনার টিকা ভারতের সেরাম ইনস্টিটিউট যে নামে উৎপাদন করছে - Covishield।

 ❖ ২৮ ডিসেম্বর ২০২০ ঔষধ প্রশাসন অধিদপ্তর গ্লোব বায়ােটেকের যে টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমতি দেয় - BANGAVAX।

❖ আইসিসি'র দশক-সেরা পুরস্কার ২০২০ অনুযায়ী সেরা ক্রিকেটার - বিরাট কোহলি (ভারত)।

❖ আইসিসি'র দশক-সেরা পুরস্কার ২০২০ অনুযায়ী সেরা টেস্ট ক্রিকেটার - স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)।

❖ আইসিসি'র দশক-সেরা পুরস্কার ২০২০ অনুযায়ী সেরা ওয়ানডে ক্রিকেটার - বিরাট কোহলি (ভারত)।

❖ বাংলাদেশ এ পর্যন্ত যতটি ওয়ানডে সিরিজ জয় করেছে - ২৬টি।

 ❖ ষষ্ঠ এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে - অক্টোবর ২০২১।

 ❖ যষ্ঠ এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানে অনুষ্ঠিত হবে - বাংলাদেশ।

Collected


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post