আজকের সাধারণ জ্ঞান ২৭ জানুয়ারি ২০২১
আজকের_সাধারণ_জ্ঞান
পত্রিকা থেকে সংগৃহীত (২৭ জানুয়ারি, ২০২১)
বাংলাদেশ বিষয়াবলী
০১. অ্যান্টিবায়োটিকের বেপরোয়া ও নির্বিচার ব্যবহার কমিয়ে আনতে দ্রত বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি কতটি প্রস্তাব তুলে ধরেন?
উত্তরঃ ছয়টি।
## গত ২৬ জানুয়ারি অ্যান্টি-মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বিষয়ক ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপের উদ্বোধনী সভায় তিনি এই প্রস্তাব তুলে ধরেন।
## ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপের সহসভাপতি - মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
০২. সম্প্রতি বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোন দেশের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিয়েছে?
উত্তরঃ ভারত।
## ভারতের প্রজাতন্ত্র দিবস - ২৬ জানুয়ারি।
## ফ্রান্স (২০১৬) এবং সংযুক্ত আরব আমিরাতের (২০১৭) পর তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশের প্যারেড ভারতের প্রজাতন্ত্র দিবসে অংশ নিয়েছে।
০৩. বাংলাদেশ নৌবাহিনীর প্রথম নৌ প্রধান কে?
উত্তরঃ ক্যাপ্টেন (অব.) নুরুল হক।
## প্রথম নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন - ৭ এপ্রিল, ১৯৭২.
## গত ২৫ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।
০৪. বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কোথায় অবস্থিত?
উত্তরঃ শ্রীপুর, গাজীপুর।
০৫. বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (Bangladesh Inland Water Transport Authority - BIWTA) কবে গঠিত হয়?
উত্তরঃ ১৯৫৮ সালে।
## শুষ্ক মৌসুমে নৌ-পথের দৈর্ঘ্য - ৪,৩৪৭ কি.মি.; বর্ষা মৌসুমে নৌ-পথের দৈর্ঘ্য - ৬,০০০ কি.মি. (তথ্যসূত্রঃ BIWTA, মার্চ ২০১৭)।
০৬. জাতিসংঘের হিসাবমতে, ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ হবে?
উত্তরঃ ৫.১ শতাংশ।
## সরকারের লক্ষ্য - ৮.২০ শতাংশ।
০৭. ২০২০ সালে দেশজুড়ে চায়ের উৎপাদনের পরিমাণ কত?
উত্তরঃ প্রায় ৮ কোটি ৬৪ লাখ কেজি।
## দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলা (পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও লালমনিরহাট) থেকে উৎপাদনের পরিমাণ - ১ কোটি ৩ লাখ কেজি (মোট উৎপাদনের প্রায় ১২ শতাংশ)।
## বর্তমানে পঞ্চগড়ে ১৭টি এবং ঠাকুরগাঁওয়ে ১টি চা কারখানা চালু আছে।
## দেশের উত্তরাঞ্চলে চা চাষের আনুষ্ঠানিক যাত্রা শুরু - ২০০০ সালে।
আন্তর্জাতিক বিষয়াবলী
০১. যুক্তরাষ্ট্রের উচ্চ কক্ষ সিনেটে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় অভিশংসন শুনানি কবে শুরু হবে?
উত্তরঃ ৮ ফেব্রুয়ারি, ২০২১.
০২. সম্প্রতি কাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে?
উত্তরঃ জেনেট ইয়েলিন।
০৩. জাতিসংঘের হিসাবমতে, ২০২০ সালে দক্ষিণ এশিয়ার মাথাপিছু জিডিপি কত শতাংশ হারে সংকুচিত হয়েছে?
উত্তরঃ প্রায় ১০ শতাংশ।
## ২০২১ সালে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধির হার হবে - ৬.৯ শতাংশ।
## ২০২১ সালে বৈশ্বিক প্রবৃদ্ধির হার হবে - ৪.৭ শতাংশ।
০৪. মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তরঃ মুহিউদ্দিন ইয়াসিন।
০৫. Joint Comprehensive Plan of Action (JCPOA) কবে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ১৪ জুলাই, ২০১৫.
বিজ্ঞান ও প্রযুক্তি
০১. বর্তমানে সবচেয়ে জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি?
উত্তরঃ মাইক্রোসফট এক্সেল।
০২. দুই নদীর মধ্যবর্তী ভূমিকে কী বলা হয়?
উত্তরঃ দোয়াব।
#করোনাভাইরাস COVID-19 আপডেট - (2019-nCoV)
২৬ জানুয়ারি, ২০২১ পর্যন্ত – সারা বিশ্বে
মোট আক্রান্ত – ১০ কোটি ৩ লাখ ৯৮ হাজার ৫১৯ জন (বাংলাদেশে আক্রান্ত – ৫ লাখ ৩২ হাজার ৯১৬ জন)।
মোট সুস্থ – ৭ কোটি ২৪ লাখ ৩৫ হাজার ৮৬ জন (বাংলাদেশে সুস্থ – ৪ লাখ ৭৭ হাজার ৪২৬ জন)।
মোট মৃত্যু – ২১ লাখ ৫২ হাজার ৬৪৩ জন (বাংলাদেশে মৃত্যু – ৮ হাজার ৫৫ জন)।
সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ২২০টি দেশ ও অঞ্চলে।
খেলাধুলা
০১. বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান টেস্ট অধিনায়ক কে?
উত্তরঃ মুমিনুল হক।
#সেরা_উক্তি
“আমার সাফল্যের গোপন সূত্র হলো, আমি কখনও হার মানি না।”
- উইলমা ম্যানকেলার, আমেরিকান রাজনীতিবিদ।
#নোটিশ – “এই পোস্টটি গ্রুপ থেকে কেউ শেয়ার করতে না পারলে, চাইলে আমার টাইমলাইন থেকে শেয়ার করতে পারেন।”
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)