চাকুরির আবেদন পত্র লেখার নিয়ম ২০২৪|চাকরির আবেদন ফরম লেখার নিয়ম | চাকুরির আবেদন পত্র |আবেদন পত্র নমুনা
আসছালামু আলাইকুম প্রিয় পাঠক সবাই কেমন আছেন।আসা করি সবাই ভালো আছেন।বন্ধুরা আজকে আমরা এই পোস্টে বাংলায় চাকরির আবেদন পত্র লিখবেন কিভাবে নমুনা সহ চাকরির আবেদন পত্রের নমুনা (জীবন বৃত্তান্তসহ) কিভাবে লিখবেন এই পোস্টে আলোচনা করবো।
বন্ধুরা চাকুরির আবেদন পত্র সুন্দর করে গুছিয়ে লিখাটা অনেক গুরুত্বপূর্ণ। মূলত কাজের ধরন অনুসারে দরখাস্ত ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যত ধরনের দরখাস্ত থাকুক না কেন একটি দরখাস্ত লেখার নিয়ম সঠিকভাবে আয়ত্ব করতে পারলে আপনি যেকোন ধরনের দরখাস্ত লিখতে পারবেন। আবেদন পত্র লিখার আগে অবশ্যই যে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে।
চাকরির দরখাস্ত লেখার নিয়ম ২০২৪
- প্রাপক (যার কাছে আবেদন করছেন তার নাম, পদবী ও ঠিকানা)।
- আবেদনের বিষয়।
- সম্ভাষণ/জনাব/স্যার/ম্যাডাম ইত্যাদি
- আবেদনের বিষয়ে গঠনমূলক বর্ণনা
- আবেদনকারী নাম ও ঠিকানা
- আবেদনের সঠিক তারিখ
বাংলায় চাকরির আবেদন পত্র লিখবেন কিভাবে নমুনা দেখে নিন |চাকরির আবেদন পত্রের নমুনা (জীবন বৃত্তান্তসহ)
তারিখ ৩০ ডিসেম্বর ২০২০
বরাবর
মহাপরিচালক
প্রাথমিক ও গনশিক্ষা আধদপ্তর ঢাকা ।
বিষয় : সহকারি শিক্ষক পদে নিয়ােগের জন্য আবেদন ।
জনাব ,
পরীক্ষার নাম | বোর্ড | পাশের সন | প্রাপ্ত গ্রেড |
---|---|---|---|
এসএসসি | ...... | ...... | ....... |
এইচএসসি | ...... | ....... | ...... |
বিএসসি | ...... | ...... | ...... |
এমএসসি | ..... | ...... | ..... |
১০। অভিজ্ঞতাঃ ২০১৭ থেকে আমি একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছি ।
অতএব উপরােক্ত তথ্যাবলির প্রেক্ষিতে অনুগ্রহপূর্বক আমাকে উক্ত পদে নিয়ােগর জন্য বিবেচনা করলে বাধিত হব ।
বিনীত নিবেদক
[ প্রার্থীর নাম ]
সংযুক্তিঃ
- সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র
- চারিত্রিক সনদপত্র
- অভিজ্ঞতার সনদ পত্র
- নাগরিকত্ব প্রমানপত্র
- দুই কাপ সত্যায়িত ছাব ।
পদের নাম : সহকারী শিক্ষক বিষয়ঃ প্রেরক প্রাপক ......... ............. ........ .............. |
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)