জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২৩-২৪ | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা ২০২৩-২০২৪
আসছালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতেছো। আজকে আমরা শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২৩-২৪ এই বিষটি নিয়ে আলোচনা করবো। আসা করি তোমাদের জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে সকল ইউনিটের ভর্তি যোগ্যতা নিয়ে আর কোন প্রশ্ন থাকবে না।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২৩-২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট ১০ টি ইউনিট রয়েছে।ভিবিন্ন বিভাগের জন্য আলাদা আলাদা ইউনিট রয়েছে। তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীর অবশ্যই সকল ইউনিটের ভর্তি যোগ্যতা সম্পর্কে জানা উচিত।
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে A -ইউনিটে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে B-ইউনিটে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে C-ইউনিটে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে C1 -ইউনিটে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে D-ইউনিটে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে E-ইউনিটে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে F-ইউনিটে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে G-ইউনিটে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে H-ইউনিটে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে I-ইউনিটে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২৩-২৪
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানবিক বিভাগে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাবসা বিভাগে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে
মানবিক বিভাগ | 7.00 ৪র্থ বিষয় সহ |
ব্যবসা বিভাগ | 8.50 ৪র্থ বিষয় সহ |
বিজ্ঞান বিভাগ | 8.00 ৪র্থ বিষয় সহ |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে
A ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ):
গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এ ভর্তি পরীক্ষার আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। ভর্তির ক্ষেত্রেও বিষয়ভিত্তিক যোগ্যতা থাকতে হবে ।
বিষয় | জিপিএ | বিশেষ যোগ্যতা |
গণিত | মােট জিপিএ ৭.৫০ | গণিতে A- (মাইনাস) গ্রেড |
পরিসংখ্যান | মােট জিপিএ ৭.৫০ | পরিসংখ্যান/গণিতে B গ্রেড |
রসায়ন | মােট জিপিএ ৮.০০ | রসায়নে A এবং গণিতে B গ্রেড। |
পদার্থবিজ্ঞান | মােট জিপিএ ৮.০০ | পদার্থবিজ্ঞান ও গণিতে A গ্রেড। |
ভূতাত্ত্বিক বিজ্ঞান | মােট জিপিএ ৮.০০ | পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে A- (মাইনাস) গ্রেড |
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং | মােট জিপিএ ৮.৫০ | পদার্থবিজ্ঞান ও গণিতে A গ্রেড |
পরিবেশ বিজ্ঞান | মােট জিপিএ ৮.৫০ | গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান ও জীববিদ্যায় A (মাইনাস) গ্রেড |
B ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ)
সমাজবিজ্ঞান অনুষদে আবেদনের জন্য প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে । তবে ভর্তির ক্ষেত্রে বিষয় অনুযায়ী নিন্মোক্ত যোগ্যতা অর্জন করতে হবে ।
অর্থনীতি | (ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা: মােট জিপিএ ৮.০০ | ইংরেজি ও গণিতে A- (মাইনাস) গ্রেড। |
খ) উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসায় শিক্ষা | অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.৫০ | বাংলা ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড। | |
ভূগােল ও পরিবেশ | (ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/কৃষি শাখা: মােট জিপিএ ৭.৫০ | বাংলা/ইংরেজিতে B গ্রেড |
(খ)উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসায় শিক্ষা / অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.০০ | বাংলা/ইংরেজিতে B গ্রেড | |
সরকার ও রাজনীতি | (ক)উচ্চমাধ্যমিক বিজ্ঞান/কৃষি শাখা: মােট জিপিএ ৮.০০ | বাংলায় A- (মাইনাস) এবং ইংরেজিতে B |
(খ) উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.০ ০ গ্রেড | বাংলায় A- (মাইনাস) এবং ইংরেজিতে B | |
নৃবিজ্ঞান | (ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/কৃষি শাখা: মােট জিপিএ ৮.০০ | বাংলা ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড |
(খ) উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসায় শিক্ষা /অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.৫০ | বাংলা ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড | |
নগর ও অঞ্চল পরিকল্পনা | (ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/কৃষি শাখা: মােট জিপিএ ৮.০০ | গণিত ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড |
(খ) উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসায় শিক্ষা /অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.৫০ | গণিত ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড | |
লােক প্রশাসন | (ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা: মােট জিপিএ ৮.০০ | ইিংরেজিতে A- (মাইনাস) গ্রেড। |
(খ) উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসায় শিক্ষা /অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.৫০ | ইিংরেজিতে A- (মাইনাস) গ্রেড। |
C ইউনিট (কলা ও মানবিকী অনুষদ)
কলা ও মানবিকী অনুষদে আবেদনের জন্য প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। তবে ভর্তির ক্ষেত্রে বিষয় অনুযায়ী নিন্মোক্ত যোগ্যতা অর্জন করতে হবে ।
বাংলা | (ক)উচ্চমাধ্যমিক মানবিক শাখা: মােট জিপিএ ৭.০০ | বাংলায় A- (মাইনাস) গ্রেড |
(খ)উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা /অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.৫০ | বাংলায় A- (মাইনাস) গ্রেড | |
ইংরেজি
| (ক)উচ্চমাধ্যমিক মানবিক শাখা: মােট জিপিএ ৭.৫০ | ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড |
(খ)উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখা:মােট জিপিএ ৮.০০ | ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড | |
ইতিহাস | (ক)উচ্চমাধ্যমিক মানবিক শাখা: মােট জিপিএ ৬.৫০ | বাংলা ও ইংরেজিতে B গ্রেড |
(খ)উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা।/অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.০০ | বাংলা ও ইংরেজিতে B গ্রেড | |
দর্শন
| (ক)উচ্চমাধ্যমিক মানবিক শাখা: মােট জিপিএ ৬.০০ | বাংলা ও ইংরেজিতে B গ্রেড |
(খ)উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ ব্যবসায় শিক্ষাঅন্যান্য শাখা: মােট জিপিএ ৭.০০| | বাংলা ও ইংরেজিতে B গ্রেড | |
প্রত্নতত্ত্ব
| (ক)উচ্চমাধ্যমিক মানবিক শাখা: মােট জিপিএ ৬.৫০ | বাংলা ও ইংরেজিতে B গ্রেড |
(খ)উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.০০ | বাংলা ও ইংরেজিতে B গ্রেড | |
আন্তর্জাতিক সম্পর্ক | (িক)উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসায় শিক্ষা /অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.৫০ | ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড |
(খ)উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা:মােট জিপিএ ৮.০০ | ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড | |
জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ | (ক)উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসায় শিক্ষা /অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.৫০ | বাংলা ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড |
(খ)উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা: মােট জিপিএ ৮.০০ | বাংলা ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড |
C1 ইউনিট (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ)
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। তবে ভর্তির ক্ষেত্রে কিছু বিশেষ যোগ্যতা থাকতে হবে ।
নাটক ও নাট্যতত্ত্ব | (ক)উচ্চমাধ্যমিক মানবিক শাখা: মােট জিপিএ ৬.০০ | বাংলাসহ অন্য যেকোন একটি বিষয়ে B গ্রেড |
(খ)উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখা: মােট জিপিএ ৬.৫০ | বাংলাসহ অন্য যেকোন একটি বিষয়ে B গ্রেড | |
চারুকলা | উচ্চমাধ্যমিক বিজ্ঞান/মানবিক/ ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখা: মােট জিপিএ ৬.০০
| বাংলায় B গ্রেড |
D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ)
জীববিজ্ঞান অনুষদে আবেদনের জন্য প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। তবে ভর্তির ক্ষেত্রে বিষয় অনুযায়ী নিন্মোক্ত যোগ্যতা অর্জন করতে হবে ।
উদ্ভিদবিজ্ঞান | মােট জিপিএ ৮.০০ | জীববিজ্ঞান/কৃষিবিজ্ঞানে A- (মাইনাস) গ্রেড |
প্রাণিবিদ্যা | মােট জিপিএ ৮.০০ | জীববিজ্ঞানে A- (মাইনাস) গ্রেড |
ফার্মেসী | মােট জিপিএ ৮.৫০ | রসায়ন, জীববিজ্ঞান ও গণিতে A- (মাইনাস) গ্রেড |
প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান | মােট জিপিএ ৮.০০ | রসায়ন ও জীববিজ্ঞানে A- (মাইনাস) গ্রেড |
মাইক্রোবায়ােলজি | মােট জিপিএ ৮.৫০ | রসায়ন, জীববিজ্ঞান ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড |
বায়ােটেকনােলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং | মােট জিপিএ ৮.৫০ | রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান ও গণিতে A (মাইনাস) গ্রেড |
পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স | মােট জিপিএ ৮.০০ | রসায়ন ও জীববিজ্ঞানে A- (মাইনাস) এবং গণিতে ৪ গ্রেড |
E ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)
বিজনেস স্টাডিজ অনুষদে আবেদনের জন্য প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। তবে ভর্তির ক্ষেত্রে বিষয় অনুযায়ী নিন্মোক্ত যোগ্যতা অর্জন করতে হবে ।
ফিন্যান্স এন্ড ব্যাংকিং
| (ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা: মােট জিপিএ ৭.৫০ (খ) উচ্চমাধ্যমিক ব্যবসায় শিক্ষা /মানবিক ও অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.০০ | ইংরেজি এবং গণিত/অর্থনীতি/ হিসাববিজ্ঞান/ ব্যবসায় নীতি ও প্রয়ােগে B গ্রেড |
মার্কেটিং | ||
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস | ||
ম্যানেজমেন্ট স্টাডিজ |
F ইউনিট (আইন অনুষদ):
আইন অনুষদে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। তবে ভর্তির অবশ্যই নিন্মোক্ত যোগ্যতা অর্জন করতে হবে ।
আইন ও বিচার
| উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ মানবিক/ ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখা: মােট জিপিএ ৮.০০ | বাংলা ও ইংরেজিতে B গ্রেড |
G ইউনিট -ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিষ্ট্রেশন (আইবিএ-জেইউ)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবিএ তে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে এবং ভর্তির জন্য নিম্মোক্ত যোগ্যতা থাকতে হবে।
বিবিএ প্রােগ্রাম | (ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা:মােট জিপিএ ৮.৫০ | গণিত ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড |
(খ) উচ্চমাধ্যমিক মানবিক/ ইংরেজি এবং ব্যবসায় শিক্ষা অন্যান্য শাখা: মােট জিপিএ ৮.০০ | হিসাববিজ্ঞান/অর্থনীতি/গণিত/ব্যবসায় নীতি ও প্রয়ােগে A- (মাইনাস) গ্রেড |
H ইউনিট (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনােলজি):
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগে আবেদনের জন্য প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে এবং ভর্তির জন্য অবশ্যই নিন্মোক্ত যোগ্যতা অর্জন করতে হবে ।
ইনফরমেশন টেকনােলজি | মােট জিপিএ ৮.০০ | পদার্থবিজ্ঞান ও গণিতে A গ্রেড |
I ইউনিট (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট):
বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। এবং ভর্তির জন্য নিম্মোক্ত যোগ্যতা থাকতে হবে।
বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি | (ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.৫০ | বাংলা ও ইংরেজিতে B গ্রেড |
(খ) উচ্চমাধ্যমিক মানবিক শাখা: মােট জিপিএ ৭.০০ | বাংলা ও ইংরেজিতে B গ্রেড |
Tag:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২৩-২০২৪,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা ২০২৩-২০২৪,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা ২০২৪

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)