রেভুল্যুশন- By চেতন ভগত
দীর্ঘদিন এর বন্ধুত্ব কি কখনো তুমুল প্রতিযোগিতা কিংবা তীব্র প্রতিহিংসায় রূপান্তরিত হতে পারে? গোপাল,আরতি,রাঘব!ভারতের বারানসি'র তরুণ বয়সী এই তিনজন স্কুলজীবন থেকেই খুব ভালো বন্ধু।বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তাদের তিনজনের জীবনের গতিপথ আলাদা করে দেয়। রাঘব IIT entrance পরীক্ষায় খুব ভালো র্যাংকিং নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করে,কিন্তু গোপাল টানা দুইবারের চেষ্টায়ও কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে ব্যর্থ হয়(প্রাইভেট কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার মত স্বচ্ছলও ছিল না সে),আরতি এভিয়েশন এর উপর পড়াশোনা করতে প্রাইভেট একটা কলেজে ভর্তি হয়। তিনজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জটিল আকার ধারণ করে যখন তাদের মধ্যে বন্ধুত্বের চেয়েও প্রকট আকারে স্পষ্ট হয়ে উঠে ত্রিভুজপ্রেম। গোপাল অনেক বছর ধরে আরতিকে পাগলের মত ভালোবাসে,এদিকে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার পরপরই রাঘব আর আরতির প্রেমের সম্পর্কের সূচনা হলে গোপাল তাদের এড়িয়ে চলতে চায়,কিন্তু আরতি গোপালকে বেস্টফ্রেন্ড হিসেবে সবসময় পাশে পেতে চায়।আবার গোপালও তার সাথে যোগাযোগ না করে স্বাভাবিক থাকতে পারে না। প্রচ্ছদের চিত্রটিই এই ত্রিভুজপ্রেমকে ভালোভাবে প্রকাশ করতে পেরেছে.… যাইহোক,ভাগ্যের চাকায় ভর করে গোপাল স্থানীয় MLA'র সহায়তায় নিজের একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত করে। রাঘব ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেওয়া শেষে আর দশজনের মত ইঞ্জিনিয়ারিং প্রফেশনে না গিয়ে নিজের প্যাশন সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করে। ''রেভোলিউশন ২০২০'' নামে নিজের উদ্যোগে ছোট একটা পত্রিকা ছাপানো শুরু করে রাঘব,যেটার মাধ্যমে দেশে চলমান দূর্নীতিকে সর্বসমক্ষে এনে সমাজকে বদলে দেওয়ার স্বপ্ন দেখা শুরু করে সে।তার এই সাহসী সাংবাদিকতার কারণে বিপদের মুখে পড়ে দূর্নীতর কালো টাকার পাহাড় ধ্বসিয়ে গড়ে তোলা গোপালের প্রাইভেট কলেজ। নিজের জীবনের সব জটিলতা আর অপূর্ণতার জন্য রাঘবকেই দায়ী করে গোপাল।দীর্ঘদিন ধরে নিজের মনে জমতে থাকা হতাশা আর ক্ষোভ উগড়ে দেবার জন্য রাঘবের জীবন থেকে সবকিছু কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় সে। রাঘবের সম্মান, জীবিকা, ভালোবাসার আরতি.... সব! কিন্তু, শৈশবের কাছের বন্ধুর সাথে কি আসলেই কেউ এতটা নির্দয়,নিষ্ঠুর হতে পারে? এ প্রশ্নেরই উত্তর পাওয়া যাবে এবইয়ের শেষ অংশে... #বই: "Revolution 2020" by 'Chetan Bhagat' (296 pages) #পাঠ_প্রতিক্রিয়া অত্যন্ত সাবলীল ভাষায় লেখা বইয়ের কাহিনি খুবই দ্রুতগতিতে এগিয়েছে আর উপভোগ্য তো অবশ্যই।ইন্ডিয়ার শিক্ষাব্যবস্থার অসংগতি আর প্রতিনিয়ত চলমান দূর্নীতি নিয়ে মোটামুটি বিস্তারিত লেখা আছে এখানে যা অনেকটা বাংলাদেশের প্রেক্ষাপটের সাথেও মিলে যায়।প্রতিবছর পরিবারের চাপে কিংবা নিজের স্বপ্নভঙ্গ হওয়ায় ইঞ্জিনিয়ারিং নামক মরিচীকার পেছনে ছুটে হাজার হাজার শিক্ষার্থীর জীবন হতাশায় নিমজ্জিত হয়ে পরিবর্তন হয়ে যাওয়ার ব্যাপারটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন 'চেতন ভগত'।আর এই ইঞ্জিনিয়ারিং এর নামে মূলা ঝুলিয়ে যে জমজমাট শিক্ষাব্যবসা চলে আসছে বছরের পর বছর সেটা বুঝাতেও ব্যর্থ হননি লেখক। বইয়ের শেষ অংশটা অবশ্যই মনে রাখার মত,বইটা শেষ করার পর কাহিনীর বর্ণণাকারী গোপাল এর জন্য বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করে উঠে...
#রিভিউটি রকমারি ডটকম থেকে নেওয়া হয়েছে।
Revolution 202 by Chetan Bhagat Pdf |রেভুল্যুশন-২০২০ -চেতন ভগত পিডিএফ
Title | রেভুল্যুশন-২০২০ |
Author | চেতন ভগত |
Publisher | বাতিঘর প্রকাশনী |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)