করোনা ভাইরাসের কারনে বন্ধ হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা কিভাবে নেওয়া যায় এ নিয়ে সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বৈঠকে বসতে যাচ্ছেন।
আগামী ২৪ সেপ্টেম্বর দুপুর ২টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হকের সভাপতিত্বে এই সভা হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা জানান এত দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলার অপেক্ষায় ছিলেন।কিন্তু কবে খুলবে তা এখন ও ঠিক হয় নি। কিন্তু যেমন করে হোক উচ্চমাধ্যমিক এর পরীক্ষা নিতেই হবে। আগামী বৃহস্পতিবারের বৈঠকে এইচএসসি পরীক্ষার দিন-তারিখ চূড়ান্ত করে সূচিও ঠিক করার কথা রয়েছে।
যেদিন থেকেই পরীক্ষা নেওয়া হোক না কেন অন্তত ১৫ দিন আগে পরীক্ষার দিন-তারিখ এবং কীভাবে পরীক্ষা নেওয়া হবে তা শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে বলে ওই কর্মকর্তা জানান।
সুত্রঃ বিডিনিউজ
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)