৫ম শ্রেনির গণিত সাজেশন ২০২০ অধ্যায় ৬-৫ম শ্রেনির গণিত-অধ্যায় ৬ ক,খ সাধারণ ভগ্নাংশ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


 ৫ম শ্রেনির গণিত সাজেশন ২০২০ অধ্যায় ৬-৫ম শ্রেনির গণিত-অধ্যায় ৬ ক,খ সাধারণ ভগ্নাংশ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

৫ম শ্রেনির গণিত সাজেশন ২০২০ অধ্যায় ৬-৫ম শ্রেনির গণিত-অধ্যায় ৬ ক,খ সাধারণ ভগ্নাংশ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
আসছালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আসেন। আসা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই পোস্টে পঞ্চম শ্রেনির গনিত ষষ্ঠ অধ্যায় ক,খ সাধারন ভগ্নাংশ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর তোমাদের জন্য নিয়ে আসছি। আসা করি এর বাহিরে এই অধ্যায় থেকে কমন আসবে না। এই গুলোই পড়লে ৫ম শ্রেনির গণিত সাজেশন ২০২০ অধ্যায় ৬ এর প্রশ্ন গুলো কমন পাবে। তাহলে চলুন দেখে নেই।     

সমাপনী পরীক্ষার গণিত সাজেশন ২০২০ | ৫ম শ্রেনির গণিত সাজেশন ২০২০- অধ্যায় ৬ | পঞ্চম শ্রেনির গনিত সাজেশন ২০২০   


বিগত সমাপনী পরীক্ষায় আসা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন
উত্তর দেখুন পোস্টের নিচে

১। ১/৪ ও ১/৫ কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ কর। (পিইসিই-২০১৯)
২। ১৪/৫-৯/৫ = কত?              (পিইসিই-২০১৯)
৩। ১/৩ ও ১/৪ এর মধ্যে কোন ভগ্নাংশটি বড়? (পিইসিই-২০১৯)
৪। পূর্ণসংখ্যার সাথে কোন ধরনের ভগ্নাংশ মিলে মিশ্য ভগ্নাংশ হয়? (পিইসিই-২০১৯)
৫। ৫৭/১০ ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ কর। (পিইসিই-২০১৯)
৬। ১৫পূর্ণ ৩/৫ কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ কর। (পিইসিই-২০১৯)
৭। ৩/৪-১/২ = কত? (পিইসিই-২০১৯)
৮। ২/৩ ও ১/২ কে লঘিষ্ট সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে লেখো। (পিইসিই-২০১৮)
৯। ৭/১৩, ৩/১৩, ১২/১৩ এবং ৫/১৩ ভগ্নাংশগুলোকে মানের উর্ধ্বক্রমে প্রতীকের সাহায্যে প্রকাশ করো। (পিইসিই-২০১৮)
১০। অপ্রকৃত ভগ্নাংশের একটি উদাহরণ লেখো। (পিইসিই-২০১৮)
১১। ৯/৮ + ৭/৮ = কত? (পিইসিই-২০১৮)
১২। একটি সাদা ফিতার ৩/৮ অংশ লাল রং করা হলো। ফিতার কত অংশ সাদা রইল? (পিইসিই-২০১৭)
১৩। অপুর ৩পূর্ণ১/৪ টাকা আছে, তপুর ৪পূর্ণ১/৪ টাকা আছে। তাদের একত্রে কত টাকা আছে? (পিইসিই-২০১৭)
১৪। ২০ টাকার ১/২ অংশ রুমি ও  ২/৫ অংশ সুমি পেল। কে বেশি টাকা পেল? (পিইসিই-২০১৭)
১৫। ১৮/৫৪ =৩/□ খালিঘরে কত বসবে? (পিইসিই-২০১৭)

কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন যা সমাপনী পরীক্ষায় আসার মত।

১। পূর্ণ সংখ্যার হর কত?
২। ৩/২ কে কী ভগ্নাংশ বলে?
৩। যে সব ভগ্নাংশের হর একই তারা কী ধরনের ভগ্নাংশ?
৪। শফিক সাহেব ১/৪ মিটার কাপড় ২৫ টাকায় ক্রয় কররেন। তাহলে ১ মিটার কাপড়ের মূল্য কত?
৫। যে কোনো প্রকৃত ভগ্নাংশের মান কত?
৬। যে কোনো পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে লিখতে তার হর কত হেব/
৭। একটি বাগানের ক্ষেত্রফল ২০ বর্গমিটার। বাগানের ৬/৫ অংশে ফূল চাষ করা হয়েছে। চাষ করা অংশের ক্ষেত্রফল নির্ণয় কর।
৮। প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে কোনটি বড়?
৯। কতগুরো ভগ্নাংশের যোগফল অপ্রকৃত ভগ্নাংশ হলে, তাকে কী ভগ্নাংশ হিসেবে প্রকাশ করা হয়?
১০। কোন ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার সময় হরকে ঠিক রেখে লবকে পূর্ণ সংখ্যা দ্বারা কী করতে হয়।
১১। একটি বৃত্তের ১/৫ অংশ লাল রং ও ৩/৫ অংশ সবুজ রং করা হয়েছে। বাকি অংশ হলূদ রং করা হয়েছে। ঐ বৃত্তের কত অংশ হলুদ রং করা হয়েছে?
১২। জয়ার কাছে ৫টি কলম ছিলো সে তার ছোট ভাইকে ২টি কলম দিলো। জয়া তার মোট কলমের কত অংশ তার ছোট ভাইকে দিলো।
১৩। ৮পূর্ণ ৩/৪ ডজন কলা ২১ জন লোকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে তয়টি করে কলা পাবে?
১৪। একাধিক ভগ্নাংশকে লঘিষ্ঠ সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে প্রথমে কী করতে হবে?
১৫। ৫/৬ এর দুইটি সমতুল ভগ্নাংশ লিখ?
১৬। প্রকৃত ভগ্নাংশ কী?
১৭। অপ্রকৃত ভগ্নাংশ কী?

১৮। মিশ্র ভগ্নাংশ কাকে বলে?
১৯। মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশকে কী পড়া হয়?
২০। অপ্রকৃত ভগ্নাংশ ও রুপান্তরিত মিশ্র ভগ্নাংশের সঙ্গে প্রকৃত ভগ্নাংশের হর কী ধরনের?
২১। অপ্রকৃত ভগ্নাংশের লবকে এর হর দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তা কী?
২২। খালি ঘরে সঠিক সংখ্যা বসাও : ৮৫/১২= ৭পূর্ণ ১/□
২৩। যে সব ভগ্নাংশের মান ১ চেয়ে ছোট তাদেরকে কী ভগ্নাংশ বলে?
২৪। সমহর বিশিষ্ট কতকগুলো ভগ্নাংশের যোগফল পাওয়া যায় তা কী?
২৫। ভগ্নাংশের যোগফল বা ‍বিয়োগফল কী আকারে প্রকাশ করতে হয়?
২৬। একটি সংখ্যা অপর একটি সংখ্যার বিপরীত বলা হয় কখন?
২৭। বড় থেকে ছোট ক্রমে ভগ্নাংশগুকে সাজানোকে কী বলে?
২৮। ছোট থেকে বড় ক্রমে ভগ্নাংশগুকে সাজানোকে কী বলে?
২৯। যেসব ভগ্নাংশের লব একই তাদের কী বলা হয়।
৩০। সাধারণ ভগ্নাংশে কত ভাগে ভাগ করা যায়?
৩১। ৭/১১-□= ১/১১ হলে, ফাকা ঘরে কত বসেব?

৩৩। কখন গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে গুণফল গুণ্য অপেক্ষা ছোট হয়?
অধ্যায় ৬ খ (সাধারণ ভগ্নাংশ)
১। মিশ্র ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হলে প্রথমে মিশ্র ভগ্নাংশটি কি ভগ্নাংশে রুপান্তর করতে হয়?
২। কোন ভগ্নাংশ ´ ঐ ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ = কত?
৩। ৮/৯ এর ৫/১৬ = কত?                    (সমাপনী ২০১৬)
৪। মিশ্র ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ দ্বারা ভাগ করার সময় মিশ্র ভগ্নাংশকে কোন ভগ্নাংশে রুপান্তর করে নিতে হয়।
৫। বিপরীত ভগ্নাংশ কাকে বলে?
৬। ৭ এর বিপরীত ভগ্নাংম লেখ।
৭। একটি ভগ্নাংশের লব ও হর স্থান বদল কররে কী ভগ্নাংশ পাওয়া যায়।
৮। ৪/৫ মিটার রঙিন কাগজ প্রত্যেককে ২/৫ মিটার করে ‍দিলে কত জনকে দেয়া যাবে? (সমাপনী ২০৮)
৯। পিতা তার সম্পত্তির ২/৩ অংশ দুই পূত্রকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পূত্র কত অংশ পাবে?
১০। ৩/২ ´ ১/২ এর গুণফলকে বিপরীত ভগ্নাংশে লিখ।
১১। ৩/৪ কে এর বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল কত হবে?
১২। দুইট সংখ্যার গুণফল ১০, একটি সংখ্যা ১৫ হলে অপরটি কত?

বিগত সমাপনী পরীক্ষায় আসা কিছু সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর
১।উত্তর: ৫/২০ ও ৪/২০
২। উ: ১
৩। উ: ১/৩
৪। উ: প্রকৃত ভগ্নাংশ
৫। উ: ৫পূর্ণ ৭/১০।
৬। উ: ৭৮/৫
৭। উ: ১/৪
৮।উ: ৪/৬, ও ৩/৬
৯। উ: ৩/১৩ ˂ ৫/১৩ ˂ ৭/১৩ ˂১২/১৩
১০। উ: ৫/৩
১১। উ: ২
১২। উ: ৫/৮
১৩। উ: ৭পূর্ণ ১/২
১৪। উ: রুমি বেশি টাকা পেল।
১৫। উ: ৯
কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর

১। উ: ১
২। উ: অপ্রকৃত
৩।উ: সমহর বিশিষ্ট ভগ্নাংশ।
৪। উ: ১০০ টাকা
৫। উ: ১ অপেক্ষা ছোট।
৬। উ: ১
৭। উ: ৩০ বর্গমিটার।
৮। উ: অপ্রকৃত।
৯। উ: মিশ্র
১০। উ: গুণ।
১১। উ: ১/৫ অংশ
১২। উ: ২/৫ অংশ
১৩। উ: ৫টি করে।
১৪। উ: হরগুলোর লাসাগু করতে হবে।
১৫। উ: ১০/১২, ১৫/১৮
১৬। উ: যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড়। অথবা, যে ভগ্নাংশের মান ১ থেকে ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে।
১৭। উ: যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট। অথবা, যে ভগ্নাংশের মান ১ থেকে বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে।
১৮। উ: একটি পূর্ণ সংখ্যা ও একটি প্রকৃত ভগ্নাংশ মিলে যে ভগ্নাংশ গঠিত হয় তাকে মিশ্র ভগ্নাংশ বলে।
১৯। উ: সমস্ত।
২০। উ: একই রকম।
২১। উ: পূর্ণ সংখ্যা।
২২। উ: ১২
২৩। উ: প্রকৃত ভগ্নাংশ বলে।
২৪। উ: পূর্ণ সংখ্যা অথবা অপ্রকৃত ভগ্নাংশ।
২৫। উ: মিশ্র ভগ্নাংশ আকারে।
২৬। উ: যখন লবটি হরে পরিণত হয় এবং হরটি লবে পরিণত হয়।
২৭। উ: অধ:ক্রম
২৮। উ: উর্ধ্বক্রম।
২৯। উ: ভিন্ন হরবিশিষ্ট।
৩০। উ: ৩ ভাগে।
৩১। উ: ৬/১১
৩২। উ: ২/৪ অথাব ৫০ ভাগ
৩৩। উ: গুণক প্রকৃত ভগ্নাংশ হলে।

অধ্যায় ৬ খ (সাধারণ ভগ্নাংশ) উত্তর
১। উ: অপ্রকৃত।
২। ‍উ: ১
৩। উ: ৫/১৮
৪। উ: অপ্রকৃত
৫। উ: যখন লবটি হরে পরিণত হয় এবং হরটি লবে পরিণত হয়।
৬। উ: ১/৭
৭। উ: বিপরীত ভগ্নাংশ
৮। উ: ২জন
৯। উ: ১/৩ অংশ করে।
১০। উ: ৪/৩
১১। উ: ১
১২। উ: ২/৩
এরকম আরো পোস্ট পেতে এই সাইটের ফেজবুক পেজে লাইক দিয়ে  রাখুন।

টাগঃসমাপনী পরীক্ষার গণিত সাজেশন ২০২০, ৫ম শ্রেনির গণিত সাজেশন ২০২০- অধ্যায় ৬,পঞ্চম শ্রেনির গনিত সাজেশন ২০২০


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post