একাদশে ভর্তি পদ্ধতি -কিভাবে অনলাইনে ভর্তির আবেদন করতে হয় |এসএমএস ও অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন পদ্ধতি ২০২২- Hsc Admission Apply Process 2022


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



আসছালামু আলাইকুম প্রিয় পাঠক সবাই কেমন আছেন আসা করি সবাই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন । আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো। তাই সবাই মনোযোগ দিয়ে পড়বেন এবং সাথে Video ও দেবো তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। আজকে আমাদের বিষয়টা হলো এসএমএস ও অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন পদ্ধতি ২০২২ এখানে একাদশ শ্রেনিতে ভর্তির সম্পূর্ণ নিয়ম দেওয়া হলো। 

এসএমএস ও অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন পদ্ধতি ২০২২ | Hsc Admission Apply Process 2022|অনলাইনে ভর্তির আবেদন | কিভাবে অনলাইনে ভর্তির আবেদন করতে হয়


বন্ধুরা নিচে একটি ভিডিও দিচ্ছি এটা আগে দেখে নিবেন তাহলে সম্পূর্ণ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন পদ্ধতি ২০২২ এর শিখতে পারবেন এবং নিচে আমরা ধারাবাহিকভাবে সকল পদ্ধতি তোমাদের শেয়ার করতেছি ভিডিও এবং পোস্টে আসা করি শিখে যাবেন। প্রথমে কিভাবে পেমেন্ট করবেন দেখে নিন তারপর অনলাইনে apply পদ্ধতি দেখবেন।  

এসএমএস ও অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন পদ্ধতি ২০২১  Hsc Admission Apply Process 2021


অনলাইনে আবেদনের পদ্ধতিঃ- বন্ধুরা প্রথমে আপনাকে যেটা করতে হবে অনলাইনে আবেদন করার আগে শিক্ষার্থীকে টেলিটক/বিকাশ/শিওরক্যাশ/গ্রামীণফোনের মাধ্যমে অনলাইন আবেদন ফি জমা দিতে হবে। আবেদনকারী তার এস এস সি/সমমানের বোর্ড,রোল নং এবং কোন সালে পাস করেছো পাসের সন দিয়ে ১৫০ টাকা/- জমা দিতে হবে।

ক ) টেলিটকের মাধ্যমে ফি প্রদান পদ্ধতিঃ টেলিটকের প্রপেইড মােবাইল ব্যবহার করতে হবে । মােবাইল Message ( Option ) - এ গিয়ে নিম্নলিখিত নিয়মে আবেদন ফি প্রদান করতে হবেঃ CAD < space > WEB < space > Board < space > Roll < space > Year < space >লিখে  16222 নম্বরে Send করতে হবে । 

উপরের Message- এ Board এর ভুলে শিক্ষার্থীর নিজের বাের্ডের প্রথম তিন অক্ষর / কোড ( যেমন , ঢাকা ৰাের্ড হলে DHA ; বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদালয় হলে BOU , ইত্যাদি ) , Roll এর স্থলে শিক্ষার্থীর এসএসসি / সমমান পৰীক্ষার Roll No , Year এর স্কুলে এসএসসি / সমমান পর্রীক্ষার Passing Year দিতে হবে ।

উদাহরণঃ SMS- এর মাধ্যমে ফি প্রদান CAD WEB DHA 104285 2020
ব্যাখ্যা:-এখানে DHA- এসএসসি / সমমান পরীক্ষা পাসের বাের্ডের ( Dhaka ) নামের প্রথম তিন অক্ষর , 104245 - আবেদকারী এসএসসি / সমমান পরীক্ষায় পাসের রোল নম্বর এবং 2021 এমএসসি / সমমান পরীক্ষা পাসের সন । 
২. উপরে বর্ণিত SMS টি সফলভাবে সম্পন্ন হলে আবেদনকারীর নাম , শিক্ষা বোর্ড , পাসের সন এবং রােল নম্বরসহ ফিরতি SMS- এ আবেদন ফি বাবদ ১৫০ / - ( একশত পঞ্চাশ টাকা ) কেটে নেওয়া হবে এবং তা জানিয়ে একটি PIN কোড প্রদান করা হবে । ফি প্রদানে সম্মত থাকলে Message অপশন ( Option ) এ * CAD < space > YES < space > PIN < space > Contact Number for 16222 নম্ভরে Send করতে হবে । Contact Number টি অবশ্যই বায়োমেট্টিক নিবন্ধনকৃত মােবাইল নম্বর হতে হবে । একটি মােবাইল নম্বর শুধুমাত্র একজন আবেদনকারী প্রার্থীর জন্য ব্যবহার করা যাবে । ফি সঠিকভাবে জমা হলে Contact Number টিতে অবশ্যই ফি নিশ্চিতকরনের একটি Transaction ID সহ SMS পাবে । 

উদাহরণঃ ফি নিশ্চিতকরণ
 CAD YES 1268234 01 ********* এখানে 1268234 PIN এবং 01 +++++++++ পুর্বে প্রদত্ত ১১ ডিজিটের Contact number। 

খ ) শিওরক্যাশের মাধ্যমে ফি প্রদান পদ্ধতিঃ 
শিওরক্যাশ USSD এর মাধ্যমে ফি প্রদান করার নিয়মঃ 

ধাপ -১ : শিউরক্যাশ এর মেনু পেতে ৪৯৫ # ডায়াল করতে হবে । 
ধাপ ২ : Payment- অপশন নির্বাচন করতে হবে ।। ধাপ -৩ : Paye Account or Keyword : CAD লিখতে হবে । 
ধাপ -৪ : Studeut ID বাের্ড কোড- পাশের সন-রােল নম্বর । 
ধাপ -৫ ; Contact Mobile Number লিখতে হবে । 
ধাপ -৬ : Student এর নাম সহ Amount : Tk . 150 ) প্রদর্শিত হবে এবং মােবাইল একাউন্ট এর পিন নম্বর প্রদান কালে Payment সফল Massage সহ Successful Massage প্রদর্শিত হবে ।

শিউরক্যাশ এপেএ মাধ্যমে ফি প্রদান করার নিয়মঃ 
শিওরক্যাশ এর অ্যাপ ডাউনলােড করুন 
ধাপ -১ : শিওরক্যাশ অ্যাপ এ লগ ইন করে Payment অপশন সিলেক্ট করুন । 
ধাপ -২ : পৰবৰ্তি বাপে যেতে CAD লিখে Next অপশন সিলেক্ট করুন । 
ধাপ -৩ : Student ID লিখতে হবে : বোর্ডের কোড পাসের সন < রোল নম্ভর 
ধাপ -৪ : স্টুডেন্টের মােবাইল নাম্বার লিখতে হবে । ( মােবাইল স্ক্রিনে Student এর নাম সহ Amount : Tk . 150 প্রদর্শিত হবে ) ।
ধাপ -৫ : পরবর্তি / Next বাটন সিলেক্ট করুন 
ধাপ -৬ : পেমেন্ট নিশ্চিত করতে confirmation  বাটন সিলেক্ট করুন । Payment সফল হলে Txn ID সহ Successful Message প্রদর্শিত হবে ।

গ ) বিকাশের মাধ্যমে ফি প্রদান পদ্ধতিঃ নীচের ধাপগুলাে অনুসরণ করতে হবে । 

ধাপ -১ঃ বিকাশ অ্যাপ মেন্যু থেকে পে বিল সিলেক্ট করুন । 
ধাপ -২ : বিলের তালিকা থেকে " XI Class Admission সিলেক্ট করুন । 
ধাপ -৩ : পেমেন্ট কোড দিন । এর পর কন্টাক নাম্বার দিন । পরে ধাপে যেতে ' Arrow বাট - টিতে ট্যাপ করুন । পেমেন্ট কোড বাের্ড কোড পাশের সন রোল নম্বর ।
ধাপ-৪ ; পেমেন্ট এর সার - সংক্ষেপ যাচাই করে পরবর্তী ধাপে যেতে ' Arrow ' বাটনটিতে ট্যাপ করুন ।
 ধাপ -৫ : পরবর্তী ধাপে যেতে পিন নাম্বার দিন ।
 ধাপ -৬ : পে বিল সম্পন্ন করতে নিচের বাটনটি ট্যাপ করে ধরে রাখুন পে বিল সম্পন্ন হচ্ছে । একটু অপেক্ষা করুন ।
ধাপ ৭- পেমেন্ট কনফামেৰ্শন এর সার - সংক্ষেপ দেখে নিন ।

 ঘ ) গ্রামীণফোনের মাধ্যমে ফি প্রদান পদ্ধতিঃ নীচের ধাপগুলাে অনুসরণ করতে হবে :

 ধাপ -১ : আবেদনকারী গ্রামীনফোন অনুমােদিত নিকটবর্তী বিলপে এজেট পয়েন্টে আসবে ।
ধাপ -২ : এজেন্ট তার মােবাইল থেকে * ৭৭৭ # ডায়াল করবে
ধাপ -৩ : USSD তালিকা থেকে ' Bill Pay ' অপসনটি সিলেক্ট করবে।
ধাপ -৪ : তালিকা থেকে Pay with details ' অপশনটি সিলেক্ট করবে ।
ধাপ -৫ : তালিকা থেকে Education অপশনটি সিলেক্ট করবে ।
ধাপ -৫ : তালিকা থেকে ' HsC College Admission ' অপশনটি সিলেক্ট করবে ।
ধাপ -৭ : তালিকা থেকে নির্ধারিত বাের্ড সিলেক্ট করবে
ধাপ -৮ : তালিকা থেকে নির্ধারির পাশের সন সিলেক্ট করবে ।
ধাপ - রোল নম্বর লিখতে হবে ।
ধাপ -১০ আবেদনকারীর কন্টাক্ট মােবাইল নম্বর লিখতে হবে ।
ধাপ -১১ তথ্য যাচাই করে পিন প্রদান করে নিশ্চিত করতে হবে ।
ধাপ -১২ : নিশ্চিতকরণের SMS এ জন্য অপেক্ষা করতে হবে ।
ধাপ -১৩ ; সর্বশেষে নিশ্চিতকরণ SMS চেক করার মাধ্যমে পদ্ধতিটি শেষ করতে হবে ।

অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন পদ্ধতি ২০২০ | Hsc Admission Apply Process 2020 |অনলাইনে ভর্তির আবেদন | কিভাবে অনলাইনে ভর্তির আবেদন করতে হয়


ভিডিওটি দেখে বিস্তারিত শিখে নিবেন খুব সহজ ভাবে দেখিয়ে দেওয়া হয়েছে।
   
★ বন্ধুরা টেলিটক/বিকাশ/শিওরক্যাশ/গ্রামীণফোনের মাধ্যমে নির্ধারিত ফি জমা দেওয়ার নির্ধারিত ওয়েবসাইটে ডুকতে হবে।   

www.xiclassadmission.gov.bd ডুক্র Apply Online এ ক্লিক করুন।

★ এর পর তথ্য চকে এস এস সি/সমমানের রোল নং পাশের সন ও রেজিষ্ট্রেশন নাম্ভার দিয়ে এন্টি করতে হবে। আবেনকারীর সব কিছু সঠিক হলে তিনি তার এস এস সি/সমমানের GPA দেখতে পারবেন।

★এর পর শিক্ষার্থীর কন্টাক নাম্ভার { ফি প্রদানের সময় প্রদত্ত মোবাইল নাম্ভার} এবং প্রযোজ্য কেত্রে কোডা দিতে হবে। 

★ তারপর যে কলেজে ভর্তি হবেন সেই কলেজ, গ্রুপ,শিফট,এবং ভার্সন সেলেক্ট করতে হবে। এই ভাবে একজন শিক্ষার্থী ১০ টি কলেজে ( অনলাইন ও মোবাইলে SMS উভয় মিল) সর্বমোট কলেজ/মাদ্রাসা সেলেক্ট করতে পারবেন।

★ এখন শিক্ষার্থী Preview Appliy Button এ ক্লিক করে তার আবেদনকৃত কলেজ ও সকল তথ্য সমূহ দেখতে পারবে। preview এ দেখার পর সব কিছু সঠিক হলে Submit Button এ ক্লিক করবেন।

★ আবেদনকারী আবেদন সঠিক ভাবে সম্পূর্ণ হলে তার পদত্ত কন্টাক নাম্ভারে  নিশ্চিতকরন SMS পাবেন।যাতে একটি সিকিউরিটি কোড পাবেন। এই কোডটি গোপন ও সতর্কতার সাথে  সংরক্ষণ করে রাখতে হবে।যা পরবর্তী আবেদন সংশোধন ও ভর্তি সংক্রান্ত কাজে ব্যবহার হবে। 

★ আবেদনকারী চাইলে আবেদনকৃত তথ্য ফরম  ডাউনলোড Print করে নিতে পারেন।

মোবাইল দিয়ে আবেদন করার পদ্ধতিঃ


এস এম এস এস মাধ্যমে আবেদন শুধুমাত্র টেলিটক সিম দিয়ে সর্বোচ্চ ১০ টি কলেজে করা যাবে। যে রকম আবেদন করবেন নিচে দেওয়া হলোঃ-

প্রথমে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন- CAD Space যে কলেজে/মাদ্রসায় ভর্তি হবেন তার EIEN নাম্ভার Space ভর্তি-ইচ্ছুক গ্রুপের নামের প্রথম ২ টা অক্ষর Space এসএসসি/সমমানের পরীক্ষায় পাসের বোর্ডের প্রথম ৩ অক্ষর Space  পরীক্ষায় পাসের রোল নং Space পরীক্ষায় পাসেরে রেজিষ্ট্রেশন নং Space ভর্তি-ইচ্ছুক শিফটের নাম Space ভার্সন Space কোটার নাম ( যদি থাকে)। সব কিছু ঠিক মত একবার দেখে  16222 নাম্ভারে পাঠিয়ে দিবেন।

উদাহরণ: CAD 596584 SC SYL 123456 2020 124323242641 M B FQ

 ★এখানে 596574 এটা কলেজের EIIN নাম্ভার।
★ SC এটা Scince গ্রুপের প্রথম ২ অক্ষর।
★ Syl এটা যে বোর্ড থেকে পাশ করেছেন তার প্রথম ৩ অক্ষন Sylhet এর SYL দেওয়া হয়েছে।
★ 123456 এটা এস এস সি পাশের রোল নাম্ভার।
★ ২০২০ এটা পাশের সন নাম্ভার।
★ 123332242641 এটা এসএসসি পাশের রেজিষ্ট্রেশন নং।
★ M এটা  শিফটের প্রথম অক্ষর।
★ B এটা ভার্সন এর  প্রথম অক্ষর।
★ FQ - মুক্তিযুদ্ধা কোটা।

 ★সকল গ্রুপের কিওয়ার্ড দেখে নিনঃ

Science:-SC
Humanities:-HU
Business Studies- BS
Home Science:- HS
islamic Studies:- IS
Music :- MU

মাদরাসা বাের্ডঃ 

Science:-  SC
General:- GE
Muzabhid:- MU
Hifzul Quran :- HQ

শিফটের ক্ষেত্রেঃ

Morning :-M
Day:- D
Evening:- E

আর যদি ভর্তিচ্ছু কলেজের যদি কোন শিফট না থাকে সে ক্ষেত্রে N লিখতে হবে ।

ভার্সনের ক্ষেত্রেঃ

বাংলা হলে B আর ইংরেজি হলে E

★মুক্তিযুদ্ধা সন্তানের জন্য FQ
★শিক্ষা মন্ত্রণালয়,অন্যান্য অধিনস্থ দপ্তর ও শিক্ষক কর্মচারী প্রতিষ্টানের গভর্ণিং বডির সন্তানের জন্য EQ
প্রতিষ্ঠানের ঘোষিত বিশেষ কোটার জন্য SQ এং প্রবাসীদের জন্য PQ

কোন কোটা না থাকলে এই জায়গস খালি রাখবে৷


 ফিরতি এস এম এস আসার পর আবেদনকারীর নাম কলেজ/মাদ্রাসা EIIN ও নাম গ্রুপ ও শিফট নাম সহ ফি বাবত কত টাকা কেটে নিবে তা জানিয়ে একটি pin দেওয়া হবে।

যদি আপনি আবেদনে সম্মত হন তাহলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে লিখবেন।

CAD YES PIN contact No শিক্ষার্থী/অভিবাবকের বায়োমেট্টিক পদ্ধতিতে নিবন্ধনকৃত  মোবাইল নং লিখে ১৬২২২ নাম্ভারে পাঠি দিবেন।

উদাহরঃ CAD YES 12346 017...... Sent 16222

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করার নিয়মঃ

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাসকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে রোল ও রেজিষ্ট্রেশন নাম্ভার  একই বলে গন্য হবে। রোল নাম্ভার অন্তর্ভুক্ত   '-' চিহ্নটি উপেক্ষা করতে হবে।

আবেদন কখন করবেনঃ- Coming Soon

একজন পার্থী মোবাইল ও sms মিলে সর্বোচ্চ ১০ টি কলেজে আবেদন করতে পারবে।

একটি অন্টাক নাম্ভার দিয়ে একাধিক শিক্ষার্থী আবেদন করতে পারবে না তবে একজন শিক্ষার্থী একাধিক আবেদন একটি কন্টাক নাম্ভার দিয়ে করতে পারবেন।




টাগঃএসএমএস ও অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন পদ্ধতি ২০২২, Hsc Admission Apply Process 2022, অনলাইনে ভর্তির আবেদন, কিভাবে অনলাইনে ভর্তির আবেদন করতে হয়,একাদশে ভর্তির জন্য কিভাবে আবেদন করবেন।


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post