- লেটার লেখার নিয়ম | লাভ লেটার কিভাবে লিখতে হয় | রোমান্টিক প্রেমের চিঠি |Love Letter -প্রেমের চিঠি |রোমান্টিক লাভ লেটার |প্রপোজ করার মতো লাভ লেটার
- লেটার লেখার নিয়ম | ইংরেজি লেটার লেখার নিয়ম | চিঠি লেখার নিয়ম
- লাভ লেটার কিভাবে লিখতে হয় | রোমান্টিক প্রেমের চিঠি |লাভ লেটার-প্রেমের চিঠি |রোমান্টিক লাভ লেটার |প্রপোজ করার মতো লাভ লেটার | লাভ লেটার পিক
লেটার লেখার নিয়ম | লাভ লেটার কিভাবে লিখতে হয় | রোমান্টিক প্রেমের চিঠি |Love Letter -প্রেমের চিঠি |রোমান্টিক লাভ লেটার |প্রপোজ করার মতো লাভ লেটার
বন্ধুরা প্রথমে আমরা লেটার লেখার নিয়ম জেনে নেই। এবং কিভাবে একটা লেটার দিয়ে অনেক গুলো লেটার লেখা যায় সেটা দেখবো। তারপর আমরা লাভ লেটার কিভাবে লিখতে হয় এবং রোমান্টিক প্রেমের চিঠি, লাভ লেটার-প্রেমের চিঠি এবং রোমান্টিক লাভ লেটার ও প্রপোজ করার মতো লাভ লেটার তোমাদের জন্য নিচে দেওয়া হলো।
একটি Letter দিয়ে অনেকগুলো Letter | লেটার লেখার নিয়ম | ইংরেজি লেটার লেখার নিয়ম
চিঠি লিখার জন্য গুরুত্বপূর্ন কিছু লাইন যে গুলো আপনারা লেটার লেখার সময় ব্যবহার করবেন।কোন জায়গায় ব্যবহার করবেন সে গুলো লেটার লেখার সময় বুঝে বসিয়ে নিবেন।
At the beginning of the letter take my Salam and cordial ( আন্তরিক ) love and affection / felicitation ( শুভেচ্ছা ) / compliments . How are you ? Hope that you are well by grace of Allah ( God ) . 1 am also fine / well by his grace and your blessing ( আশীর্বাদ ) , For the past ( দিনের সংখ্যা ) days , I have been thinking more and more about you . However
★But since I was deep into my work , I could not make Time to write to you ( earlier )
কিন্তু কাজ নিয়ে মগ্ন থাকায় আমি আপনার কাছে লিখার সময় করে উঠতে পারিনি ।
★( Your silence for a long time cuts Ime to the quick
তােমার দীর্ঘদিনের নীরবতা আমাকে কষ্ট দিচ্ছে ।
★" I don ' t hear from you for a long time . = অনেকদিন যাবত আপনার কোন খবর পাই না ।
★After such a long time , I am very glad to receive your letter / sms / mail
অনেক দিন পর , তােমার চিঠি পেয়ে খুব খুশি হয়েছি । -
★I thought you had forgotten me . = আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গিয়েছ ।
★Here I am going to tell about this . . .
সে ব্যাপারে তােমাকে বলছি ।
★ I hope you taking proper care of your health . No more today , write to me as soon as possible .
*More when we meet . . . . - With convey my best regards to your parents and my love to all .
*How are your parents ? Don ' t forget my Salam / compliment to your parents and love to your younger brother and sister . & Good wishes to you , with much love . . .
* So much for the present ,
* Pray for me to Allah so that I can do well . *Assalamualaikum with due respect I shower my love on you from the core of my heart
* Hope that , this letter / sms will find you safe and round
*Love to you , and compliment and respect to all everybody of your family.
লেটার লেখার নিয়ম | ইংরেজি লেটার লেখার নিয়ম | চিঠি লেখার নিয়ম
(তারিখ)
_____________The Headmaster
_____________(School Name)
_____________(স্থানের নাম)
My dear
Friend/Father,
At first take my love / salam from the core of my heart. Now I don't know how you are now. I hope you are well by the grace of Almighty .Allah. I am also well. I am very glad/ shocked to write you some lines about _________( এখানে যে বিষয়ে লিখতে রবলেছে সেই বিষয়ে 4-5 টি বাক্য লিখুন না পারলে ও যা পারেন লিখুন) No more today. Convey regards to the elders and love to the little ones. You must take care of your health. With best wishes to you. I am looking forward to hearing from you very soon.
Yours ever,
Class:
Roll No-
এখানে খাম হবে.... নিচে খাম দেওয়া হল:-
গেলাম। ওগুলো বাসা থেকে আনাও হয়নি।
‘লোকটা আসলে খুব খারাপ। আমি সামনে পড়লে
কেমন করে যেন তাকায়। এসব লোককে আমি মোটেই
পছন্দ করি না। যারা লেখাপড়া শেখে না, জীবনে বড়
হতে চায় না, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে
পারে না।’ ডালিয়াবু একটু থেমে আবার বলল, ‘তুই এক কাজ
কর। চিঠিটা টুকরা টুকরা করে বাস্কেটে ফেলে দে।’
ডালিয়াবুর নির্দেশ পালন করে চিঠিটা ছিঁড়ে বাস্কেটে ফেললাম।
আমার মনের ভেতরটা অনেক হালকা হয়ে গেল।
‘লোকটা যদি কখনো কিছু দেয়, নিবি না।’
আমি মাথা ঝাঁকালাম। লজেন্স ও চকলেট নেওয়ার
কথা বলা ঠিক হবে কি না, বুঝতে পারলাম না।
‘লোকটার কত সাহস, আমাকে চিঠি লেখে! তোর মতো একজন
ভালোমানুষ যদি আমাকে চিঠি লিখত, তাহলেও কথা ছিল।’ বলে
আমার দিকে তেরছা চোখে তাকিয়ে হাসল ডালিয়াবু।
বাসায় ফিরে গিয়ে আমার মনে অনেকগুলো ভাবনার জন্ম হলো।
চিঠিতে কী লেখা ছিল, ডালিয়াবু তা-ও দেখল না, জানারও
প্রয়োজন বোধ করল না। কিন্তু আমি যদি ডালিয়াবুকে চিঠি
লিখতাম, তাহলে নিশ্চয়ই আমার চিঠি পড়ত ডালিয়াবু।
ডালিয়াবু নিশ্চয়ই চায় আমি তাকে চিঠি লিখি। রাতে বিছানায় শুয়ে শুয়ে
ডালিয়াবুর চেহারাটা চোখের সামনে ভেসে উঠল। কী সুন্দর
চেহারা ডালিয়াবুর! তার চুলের দুই বিনুনি কাঁধের দুপাশে চমৎকার
মানায়। মাঝেমধ্যে চোখে কাজল দেয় সে। একদিন গালে কী যেন
মেখেছিল। গাল দুটো আপেলের মতো লাগছিল। কত সুন্দর
করে কথা বলে ডালিয়াবু! হাসলে চোখমুখ খুশিতে ভরে ওঠে।
তবে ডালিয়াবু শাড়ি পরলে আমার ভালো লাগে না। মনে হয়, সে
যে আমার চেয়ে বয়সে বড়, সেটা বোঝাতে চাইছে।
রাতের বেলা আমি আবার পড়ার টেবিলে গিয়ে বসলাম ডালিয়াবুকে
একটা চিঠি লিখব ভেবে। কী লিখতে পারি আমি? নুরু দোকানদারের
চিঠিটার কথা মনে হলো। ওর মতো করে চিঠি লেখার
কথা ভাবতেই মন থেকে তা নাকচ হয়ে গেল। অনেক
ভেবেচিন্তে চিঠিতে একটা লাইনই লিখলাম আমি: ‘ডালিয়াবু, আমি তোমাকে
ভালোবাসি।’ রঙিন কোনো কাগজ নয়, চিঠির কাগজে ফুলপাতা আঁকা নয়,
সেন্টের গন্ধ তো নয়ই। শুধু একটি কথাতেই আমার চিঠি শেষ।
পরদিন চিঠিটা হাতে নিয়ে ডালিয়াবু কয়েক মুহূর্ত একদৃষ্টিতে তাকিয়ে
থাকল আমার দিকে। বলল, ‘ভালোবাসার কী বুঝিস তুই?
ভালোবাসা কাকে বলে, তা কি জানিস? যাক, তুই তোর জীবনের প্রথম
প্রেমপত্রটা আমাকে দিলি। এটা আমি যত্ন করে রেখে দেব।’ ডালিয়াবু
এরপর এগিয়ে এল আমার কাছে। আমাকে দুহাতে জড়িয়ে
ধরে কপালে একটা চুমু দিয়ে বলল, ‘আমিও তোকে খুউব
ভালোবাসি রে।’

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)