পি এস সি ইসলাম ও নৈতিক শিক্ষা সাজেশন ২০১৯ | ৫ম শ্রেণীর ইসলাম শিক্ষা সাজেশন ২০২০
৫ । মুসলিমরা আল্লাহর দেওয়া বিধি - বিধান পালন করেন । তাঁর এ বিধি - বিদার কোথায় আছে ?
উত্তর : আল্লাহর বিধি - বিধান আছে কুরআন মাজিদে।
৬ । বিশ্বজগৎ এবং এর সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে , তাকে তুমি কী বলবে ?
উত্তর : বিশ্বজগৎ এবং পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাওয়াকে আমি কিয়ামত ’ বলব ।
৭ । তালহার দাদা মারা গেলেন । তাকে কবরে দাফন করা হলাে । মৃত্যুর পর তালহার দাদার কোন জীবন শুরু হলাে ?
উত্তর : মৃত্যুর পর থেকে তালহার দাদার আখিরাতের জীবন শুরু হলাে ।
৮ " তােমরা যে পানি পান কর সে সম্পর্কে তােমরা ভেবে দেখেছি কি ? এ পানি তােমরা মেঘ হতে নামিয়ে আন , না আমি নামিয়ে আনি ? ” এ । আয়াতে ‘ আমি ’ দ্বারা কার প্রতি ইঙ্গিত করা হয়েছে ?
উত্তর : এ আয়াতে ' আমি ' দ্বারা মহান আল্লাহ তায়ালাকে বােঝানাে হয়েছে ।
৯ । একজন মুসলিম কীভাবে তার জিহ্বাকে হেফাজত করবে ?
উত্তর : একজন মুসলিম মিথ্যা কথা বলা থেকে বিরত থেকে তার জিহ্বাকে হেফাজত করবে । ইবাদত
১০ । আকিকা কেন করা হয় ?
উত্তর : আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আকিকা করা হয় ।
১১ । আমি পড়ার টেবিলে বসার পর কী বলে পড়া আরম্ভ করবে ?
উত্তর : আমি পড়ার টেবিলে বসার পর বিসমিল্লাহ বলে পড়া আরম্ভ করব ।
১২ । আল্লাহ জিন ও মানবজাতিকে সৃষ্টি করেছেন । এ দুটি জাতিকে তিনি কেন সৃষ্টি করেছেন ?
উত্তর : আল্লাহ জিন ও মানবজাতিকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদরে জন্য ।
১৩ । মনির সাহেব তার কুরবানির গােশত কত ভাগ করেন ?
উত্তর : মনির সাহেব তার কুরবানির গােশত সাধারণুতিনভাগ জলে
১৪ । তুমি ধনী গরিবের বৈষম্য দূর করতে চাও । এক্ষেত্রে ইসলাঙ্কের কোন বিধানটি অনুসরণ করবে ?
উত্তর : এক্ষেত্রে যাকাতের বিধান অনুসরণ করর
১৫ । পাক – পবিত্র থাকা প্রয়ােজন কেন ?
উত্তর : আল্লাহর ইবাদতের জন্য পাক পরিত্র থাকা প্রয়ােজন ।
১৬ । মসজিদকে বায়তুল্লাহ বা আল্লাহর ঘর বলা হয় কেন ?
উত্তর : মসজিদে কেবলমাত্র আল্লাহর ইবাদত এবং ইবাদতের সাথে সংশ্লিষ্ট কাজ করা হয় । এজন্য মসজিদকে বায়তুল্লাহ বা আল্লাহর ঘর বলা হয়।
১৭ । মুমিন সালাত আদায় করে , সাওম পালন করে এবং দানখয়রাত করে । এগুলাের মধ্যে কোনটি আল্লাহর আনুগত্য প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম ?
উত্তর : আল্লাহর আনুগত্য প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হলাে সালাত ।
১৮ । তুমি যদি রাস্তার ময়লা , আবর্জনা বা কষ্টদায়ক কোনাে বস্তু অপসারণ কর তা কী হিসেবে গণ্য হবে ?
উত্তরঃ রাস্তার ময়লা আবর্জনা বা কষ্টদায়ক কোনাে বস্তু অপসারণ করলে ইবাদত হিসেবে গণ্য হবে । আখলাক বা চরিত্র ও নৈতিক মূল্যবােধ
১৯ । আমাদের বেঁচে থাকার জন্য কোনটি সংরক্ষণ করা প্রয়ােজন ?
উত্তরঃ আমাদের বেঁচে থাকার জন্য পরিবেশ সংরক্ষণ করা প্রয়ােজন ।
২০ । ইহুদি মহিলা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করালেন । কুকুরটি প্রাণে বেঁচে গেল । ইহুদি মহিলার আচরণে কোন গুণটি ফুটে উঠেছে ?
উত্তরঃ ইহুদি মহিলার আচরণে সৃষ্টির সেবা গুণটি ফুটে উঠেছে
২১।তুমি কিভাবে সৃষ্টির সেবা কর
উত্তরঃ আমি সকল সৃষ্টি জীবের প্রতি দয়া দেখানাের মাধ্যমে সৃষ্টির সেবা করব ।
২২ । সৃষ্টির সেবা মূর্ত প্রতীকের নাম জানতে চাইলে তুমি কার নাম বলবে ?
উত্তরঃ হযরত মুহাম্মদ ( স ) এর নাম বলব ।
২৩ । আমরা পিতামাতার জন্য কী বলে দোয়া করব ?
উত্তরঃ আমরা পিতামাতার জন্য আল্লাহর কাছে এই বলে দোয়া করব | “ রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগীরা ” । অর্থঃ হে আমার প্রতিপালক ! পিতামাতা আমাকে যেমন শৈশবে স্নেহ - যত্নে লালন পালন করেছেন , আপনি তাঁদের প্রতি ঠিক তেমনি দয়া করুন।
২৪ । পিতামাতা বৃদ্ধ হলে আমরা তাদের জন্য কী করব ?
উত্তরঃ পিতামাতা বৃদ্ধ হলে তাঁদের যেন সামান্য দুঃখ – কষ্ট ও অসুবিধা না হয় , সেদিকে আমরা খেয়াল রাখল । কুরআন মজিদ শিক্ষা ।
২৫ । ওসমান সঠিক উচ্চারণে কুরআন মজিদ তিলাওয়াত করে , একে আমরা কী বলব ?
উত্তরঃ সঠিক উচ্চারণে কুরআন মজিদ তিলাওয়াত করাকে তাজবিদ বলে ।
২৬ । ঐশী পবিত্র কুরআন তিলাওয়াত করছে । তার তিলাওয়াত শুদ্ধ ও সঠিক । ঐশী কোন জ্ঞানের কারণে শুদ্ধ তিলাওয়াত করতে পারে ?
উত্তরঃ ঐশী তাজবিদের জ্ঞানের কারণে শুদ্ধ তিলাওয়াত করতে পারে ।
২৭ । মহান আল্লাহ ১০৪ খানা আসমানি কিতাব নাজিল করেছেন । এর মধ্যে কোন কিতাব কোনাে পরিবর্তন হয়নি এবং হবেও না ?
উত্তরঃ কুরআন মজিদ।
২৮ । তুমি কুরআন মজিদ পাঠ কর । কুরআন মজিদের হেফাজতকারী কে ?
উত্তরঃ কুরআন মজিদের হেফাজতকারী মহান আল্লাহ তায়ালা ।
২৯ । শুদ্ধ করে কুরআন তিলাওয়াত করতে আমাদের তাজবিদেরাজ্ঞান করতে হবে । এতে কী কী বিষয় আছে ?
উত্তরঃ তাজবিদে আছে মাখরাজ , ইদগাম , গুন্নাহ ইত্যাদি বিষয়ের বিবরণ ।
৩০ । জিহ্বার অগ্রভাগ তালুর সাথে লাগিয়ে তুমি কোন বাটি উচ্চণ করবে ?
উত্তরঃ আমি জিহ্বার অগ্রভাগ তালুর সাথে লাগিয়ে সুন ) বর্ণটি উচ্চরণ করব ।
৩১ । মারুফ সূরা ফীল তিলাওয়াত করতে কতটি আয়াত পড়বে ?
উত্তরঃ মারুফ সূরা ফীল তিলাওয়াত করতে ৫ আয়াত পড়বে । মহানবি ( স ) এর জীবনাদর্শ ও অন্যান্য নবিগণের পরিচয়
৩২ । ৫৭০ খ্রিঃ মহানবি ( স ) জন্মগ্রহণ করেন । সে সময় আরবের নারীদের অবস্থা কেমন ছিল ?
উত্তরঃ পরিবার ও সমাজে নারীদের কোনাে অধিকার ছিল না ।
৩৩ । নােমান সাহেবের নবি কী নামে শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ নােমান সাহেবের নবি “ হিলফুল ফুযুল ” নামে শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন ।
৩৪ । হযরত ইবরাহীম ( আ ) ছেলে হযরত ইসমাঈল ( আ ) কে কুরবানি করতে যাওয়ার কারণ কী ছিল ? |
উত্তরঃ হযরত ইবরাহীম ( আ ) আল্লাহকে খুশি করার জন্য তাঁর ছেলে হযরত ইসমাঈল ( আ ) কে কুরবানি করতে চাইলেন ।
৩৫ । মরিয়মদের ধর্মগ্রন্থে কতজন নবি – রাসুলের নাম উল্লেখ রয়েছে ?
উত্তরঃ মরিয়মদের ধর্মগ্রন্থে ২৫জন নবি – রাসুলের নাম উল্লেখ রয়েছে ।
৩৬ । দীর্ঘ ২৩ বছরে কুরআন নাজিল হয় । এতে কতজন নবির নাম উল্লেখ আছে ?
উত্তরঃ আল কুরআনে ২৫ জন নবির নাম উল্লেখ আছে ।
৩৭ । রাসূল ( স ) এর জন্মের সময় আরবদের সার্বিক আচারণ কেমন ছিল ?
উওরঃ রাসুল ( স ) এর জন্মের সময় আরবদের সাবক আচারণ ছিল বর ও মানবতাবিরােধী ।
৩৮ । আল্লাহর দীন প্রচারের জন্য তুমি কী করবে ? | উত্তরঃ আল্লাহর দীন প্রচারের জন্য আমি সকলকে উৎসাহিত করব ।
৩৯ । হযরত ইবরাহীম ( আ ) কে জ্বলন্ত আগুনে ফেলার পরও তাঁর কোনাে ক্ষতি না হওয়ার কারণ কী ? উত্তরঃ আল্লাহর আদেশে আগুনে ঠান্ডা হয়ে গিয়েছিল , এজন্য হযরত ইবরাহীম ( আ ) কে জ্বলন্ত আগুনে ফেলার পরও তাঁর কোনাে ক্ষতি হয়নি ।
৪০ । কাকে ফিরিশতাদের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘােষণা দেওয়া হয়েছিল ?
উত্তরঃ হযরত আদম ( আ ) কে ফিরিশতাদের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘােষণা দেওয়া হয়েছিল ।
সাধারণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
আকাইদ - বিশ্বাস
১ । আল আসমাউল হুসনা শব্দের অর্থ কী ? উত্তরঃ আল আসমাউল হুসনা শব্দের অর্থ ‘ গুণবাচক নামসমূহ ' ।
২ । আমরা কী বলে আল্লাহর শােকর আদায় করব ? | উত্তরঃ “ আল - হামদুলিল্লাহ ' বলে আমরা আল্লাহর শোকর আদায় করব
। ৩ । মিযান অর্থ কী ? উত্তরঃ মিযান অর্থ পরিমাপযন্ত্র। ৪ । ইসলাম কী ?
উত্তরঃ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা । ইবাদত । ৫ । ছায়া আসলি কী ?
উত্তরঃ কোনাে বস্তুর ঠিক দুপুরের সময় যে ক্ষুদ্র ছায়া থাকে তাকেইছায়া আসলি বলে ।
৬ । ইসলামের রুকুন কয়টি ও কী কী ? উত্তরঃ ইসলামের রুকুন ৫টি । যথাঃ ক ) ইমান সাত , গ ) যাকাত , ঘ ) সাওম ও ৬ ) হজ ।
৭ । সাওমের মূল উদ্দেশ্য কী ?
উত্তরঃ সাওমের মূল উদ্দেশ্য হলাে তাকওয়া বর্জন করা ।
৮ । সালাতের নিষিদ্ধ সময়গুলাে কী কী ? উত্তরঃ সালাতের নিষিদ্ধ সময়গুলাে – ক ) সূর্যোদয়ের সময় , খ ) ঠিক দ্বিপ্রহরের সময় অর্থাৎ সূর্য মাথা বরাবর সােজা হলে । গ ) সূর্য অস্ত যাওয়ার সময় । আখলাক বা চরিত্র ও নৈতিক মূলবােধ
৯ । দেশপ্রেম কী ?
উত্তরঃ দেশকে ভালােবাসা , দেশের মানুষকে ভালােবাসা , দেশের উন্নতির জন্য চেষ্টা করা ও শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করাই দেশপ্রেম ।
১০ । দেশকে ভালােবাসার উপায় কী ? উত্তরঃ দেশকে ভালােবাসার উপায় হলাে দেশের সেবা করা ।
১১ । চরিত্র সম্পর্কে মহানবি ( স ) কী বলেছেন ? উত্তরঃ চরিত্র সম্পর্কে মহানবি ( স ) বলেছেন , তােমাদের মধ্যে সর্বোত্তম সেই লােক যার চরিত্র সবচেয়ে সুন্দর ।
১২।আমরা পিতা মাতার জন্য কি বলে দোয়া করবো? ।
উঃআমাদের পিতা মাতা আমাদের শৈশবে যে ভাবে লালন পালন করেছেন পালন করেছেন , আপনি তাঁদের প্রতি ঠিক তেমনি দয়া করুন ।
কুরআন মজিদ শিক্ষা
১৩ । গুন্নাহ করা কী ? উত্তরঃ গুন্নাহ করা ওয়াজিব ।
১৪ । কালাম অর্থ কী ? উত্তরঃ কালাম অর্থ বাণী ।
১৫ । কুরআন মজিদ পাঠের উদ্দেশ্য কয়টি ? উত্তরঃ কুরআন মজিদ পাঠের উদ্দেশ্য চরটি ।
১৬ । কে সর্বপ্রথম ওয়াকফ ব্যবহার করেন ? উত্তরঃ ওয়াকফ সর্বপ্রথম ব্যবহার করেন আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে তাইফুর ( র ) । মহানবি ( স ) এর জীবনাদর্শ ও অন্যান্য নবিগণের পরিচয়
১৭ । হুদায়বিয়ার সন্ধি কী ? উত্তরঃ হুদায়বিয়ার নামক স্থানে কাফির ও মুসলমানদের মধ্যে দশ বছরের জন্য যে সন্ধি হয় সেই হুদায়বিয়ার সন্ধি ’ নামে খ্যাত ।
১৮ । মদিনা সনদের ধারা কয়টি ছিল ? | উত্তরঃ মদিনা সনদের ৪৭টি ধারা ছিল ।
১৯ । হাজরে আসওয়াদ কে কোথায় স্থাপন করেছিলেন ? উত্তরঃ হাজরে আসওয়াদ মহানবি ( স ) কাবার দেয়ালে স্থাপন করেছিলেন
২০ । কোথায় দাঁড়িয়ে মহানবি ( স ) বিদায় হজের ভাষণ দেন ? উত্তরঃ আরাফাত ময়দানে জাবালে রহমতে ।
ক , খ , গ , ঘ , ঙ , চ , ছ ও জ নং যােগ্যতাভিত্তিক কাঠামােবদ্ধ প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।
অধ্যায় - ১ ১ । আল্লাহ সকল কিছুর সৃষ্টিকর্তা বলতে তুমি কী বুঝ ? পাঁচ বাক্যে লেখ ।
২ । তােমার এলাকার কেউ মারা গেলে তুমি কী কী কাজ করবে তা ৫টি বাক্যে লেখ ।
৩ । নবি – রাসুলগণের জীবনের লক্ষ্য কী ছিল ? ৫টি বাক্যে লেখ ।
৪ । তুমি হযরত মুহাম্মদ ( স ) এর নির্দেশ অনুসরণ করে আখিরাতের ওপর ইমান আনার সিদ্ধান্ত নিলে । এ সংক্রান্ত যে বিষয়গুলাে ওপর তােমাকে ইমান আনতে হবে তার মধ্যে পাঁচটি বাক্য লেখ ।
৫ । মহান আল্লাহ সহনশীল । এ গুণের প্রভাবে তুমি কী করবে ? ৫টি বাক্য লেখ ।
৬ । সারা বিশ্বের পালনকর্তা আল্লাহ তায়ালা , তাঁর সম্পর্কে পাঁচটি বাক্য লেখ ।
অধ্যায় - ২ ৭ “ সাওম হচ্ছে ঢাল স্বরূপ ” বলতে তুমি কী বুঝ ? ৫টি বাক্যে লেখ ।
৮ । তুমি জামায়াতের সাথে সালাত আদায় করলে কোন ৫টি পুরষ্কার পাবে ?
৯ । তােমার মামা প্রতি বছর তার নিসাব পরিমাণ সম্পদ থেকে দরিদ্রদের মাঝে অর্থ দান করেন । তার এ দানকে ইসলামি শরিয়তে কী বলে ? এর । মাসারিফ কয়টি ? এর ৬টি মাসারিফ লেখ ।
১০ । ইবাদত কাকে বলে ? তুমি আল্লাহর ইবাদত করবে কেন ? চারটি বাক্য লেখ
১১ । আমাদের মহানবি ( স ) তাঁর জন্মভূমি মক্কা নগরীকে খুব ভালােবাসতেন । তাঁর এ ভালােবাসাকে কী বলে ? তার ভালােবাসা সম্পর্কে ৪টি বাক্য লেখ ।
১২ । একজন আদর্শ দেশপ্রেমিক হিসাবে তােমার পাঁচটি দায়িত্ব ও কর্তব্য লেখ ।
১৩ । প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য তুমি কী করবে ? পাঁচটি বাক্যে লেখ ।
১৪ । তুমি কীভাবে পিতা - মাতার খেদমত কর পাঁচটি বাক্যে লেখ ।
১৫ । কীভাবে আমরা মানবজাতির সেবা ও সাহায্য করতে পারি ? পাঁচটি বাক্য লেখ ।
১৬ । সততা কী ? সৎ হতে হলে যে গুণগুলাে থাকা প্রয়ােজন তার চারটি বাক্য লেখ ।
অধ্যায় – ৪ ১৭ । তুমি পবিত্র কুরআন মজিদ থেকে শিক্ষা লাভ করেছ এমন যে কোনাে পাঁচটি বিষয় লেখ । ১৮ । “ কুরআন অপরিবর্তনীয় ” বলতে তুমি কী বুঝ ? ৫টি বাক্যে লেখ ।
১৯ । তােমার ভাইয়ের জন্মের পর তােমার দাদা তার নাম রাখলেন কাউসার । কেননা পবিত্র কুরআনের একটি সূরার নাম কাউসার । এ সূরাটি কোথায় অবতীর্ণ হয় ? এ সূরার আয়াত সংখ্যা কত ? সূরাটি বাংলা অর্থ লেখ ।
অধ্যায় – ৫ ২০ । তােমার গ্রামের চেয়ারম্যান তােমাদের এলাকার সকল সম্প্রদায়ের লােকদের মিলেশিশে থাকার পরামর্শ দিয়েছেন । মহানবি ( স ) ও এমন একটি নীতি গ্রহণ করেছিলেন । নীতিটির নাম কী ? এর কতটি ধারা ছিল ? এর প্রধান তিনটি ধারা উল্লেখ কর ।
২১ । বদর যুদ্ধের পাঁচটি ফলাফল উল্লেখ কে ।
২২ । হযরত দাউদ ( আ ) এ জীবন থেকে নিয়ে তুমি কীভাবে তােমার জীবনকে গড়ে তুলবে পাঁচটি বাক্যে লেখ ।
২৩ । মহানবি ( স ) এর জীবনী হতে তুমি যে সকল শিক্ষা গ্রহণ করেছ , তার মধ্য হতে ৫টি লেখ ।
২৪ । মুহাম্মদ ( স ) ছিলেন সমগ্র মানবজাতির আদর্শ । তাঁর ৫টি আদর্শ লেখ । ঝ ও ঞ নং গতানুগতিক ( সাধারণ ) কাঠামােবদ্ধ প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।
১ । একজন মুসলমানের চরিত্র কেমন হওয়া উচিত ? এ সম্পর্কে ৫টি বাক্য লেখ । ( অধ্যায় - ১ )
২ । নবি - রাসুলগণের শিক্ষার মূল কথাগুলাে কী কী ? অথবা , নবি - রাসুলগণের মূল শিক্ষার মূলকথা ৫টি বাক্যে লেখ । ( অধ্যায় – ১ )
৩ । মসজিদের পবিত্রতা রক্ষার্থে মেনে চলতে হয় এমন ৫টি আদব লেখ । ( অধ্যায় - ২ )
৪ । সালাতের আরাকান কী ? যে কোনাে চারটি আরাকান লেখ । ( অধ্যায় - ২ )
৫ । কীভাবে আমরা মানব জাতির সেবা ও সাহায্য করতে পারি ? ৫টি বাক্যে লেখ ।
( অধ্যায় – ৩ )
৬ । আখিরাত মানে কী ? আখিরাতের জীবনের গুরুত্বপূর্ণ চারটি বিষয় উল্লেখ কর ।
( অধ্যায় – ৩ ) ৭ । আল কুরআনের পরিচয় ৫ বাক্যে লেখ ।
( অধ্যায় – ৪ ) ৮ । সূরা কুরাইশ এর বাংলা অর্থ লেখ । ( অধ্যায় – ৪ ) ৯ । বিদায় হজে হযরত মুহাম্মদ ( স ) যে ভাষণ দিয়েছিলেন , তার ৫টি বাক্য লেখ ।
( অধ্যায় – ৫ ) ১০ । হযরত সুলায়মান ( আ ) এর বিচারের কাহিনী ৫ বাক্যে লেখ ।
( অধ্যায় - ৫ )
৩৮ । আল্লাহর দীন প্রচারের জন্য তুমি কী করবে ? | উত্তরঃ আল্লাহর দীন প্রচারের জন্য আমি সকলকে উৎসাহিত করব ।
৩৯ । হযরত ইবরাহীম ( আ ) কে জ্বলন্ত আগুনে ফেলার পরও তাঁর কোনাে ক্ষতি না হওয়ার কারণ কী ? উত্তরঃ আল্লাহর আদেশে আগুনে ঠান্ডা হয়ে গিয়েছিল , এজন্য হযরত ইবরাহীম ( আ ) কে জ্বলন্ত আগুনে ফেলার পরও তাঁর কোনাে ক্ষতি হয়নি ।
৪০ । কাকে ফিরিশতাদের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘােষণা দেওয়া হয়েছিল ?
উত্তরঃ হযরত আদম ( আ ) কে ফিরিশতাদের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘােষণা দেওয়া হয়েছিল ।
সাধারণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
আকাইদ - বিশ্বাস
১ । আল আসমাউল হুসনা শব্দের অর্থ কী ? উত্তরঃ আল আসমাউল হুসনা শব্দের অর্থ ‘ গুণবাচক নামসমূহ ' ।
২ । আমরা কী বলে আল্লাহর শােকর আদায় করব ? | উত্তরঃ “ আল - হামদুলিল্লাহ ' বলে আমরা আল্লাহর শোকর আদায় করব
। ৩ । মিযান অর্থ কী ? উত্তরঃ মিযান অর্থ পরিমাপযন্ত্র। ৪ । ইসলাম কী ?
উত্তরঃ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা । ইবাদত । ৫ । ছায়া আসলি কী ?
উত্তরঃ কোনাে বস্তুর ঠিক দুপুরের সময় যে ক্ষুদ্র ছায়া থাকে তাকেইছায়া আসলি বলে ।
৬ । ইসলামের রুকুন কয়টি ও কী কী ? উত্তরঃ ইসলামের রুকুন ৫টি । যথাঃ ক ) ইমান সাত , গ ) যাকাত , ঘ ) সাওম ও ৬ ) হজ ।
৭ । সাওমের মূল উদ্দেশ্য কী ?
উত্তরঃ সাওমের মূল উদ্দেশ্য হলাে তাকওয়া বর্জন করা ।
৮ । সালাতের নিষিদ্ধ সময়গুলাে কী কী ? উত্তরঃ সালাতের নিষিদ্ধ সময়গুলাে – ক ) সূর্যোদয়ের সময় , খ ) ঠিক দ্বিপ্রহরের সময় অর্থাৎ সূর্য মাথা বরাবর সােজা হলে । গ ) সূর্য অস্ত যাওয়ার সময় । আখলাক বা চরিত্র ও নৈতিক মূলবােধ
৯ । দেশপ্রেম কী ?
উত্তরঃ দেশকে ভালােবাসা , দেশের মানুষকে ভালােবাসা , দেশের উন্নতির জন্য চেষ্টা করা ও শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করাই দেশপ্রেম ।
১০ । দেশকে ভালােবাসার উপায় কী ? উত্তরঃ দেশকে ভালােবাসার উপায় হলাে দেশের সেবা করা ।
১১ । চরিত্র সম্পর্কে মহানবি ( স ) কী বলেছেন ? উত্তরঃ চরিত্র সম্পর্কে মহানবি ( স ) বলেছেন , তােমাদের মধ্যে সর্বোত্তম সেই লােক যার চরিত্র সবচেয়ে সুন্দর ।
১২।আমরা পিতা মাতার জন্য কি বলে দোয়া করবো? ।
উঃআমাদের পিতা মাতা আমাদের শৈশবে যে ভাবে লালন পালন করেছেন পালন করেছেন , আপনি তাঁদের প্রতি ঠিক তেমনি দয়া করুন ।
কুরআন মজিদ শিক্ষা
১৩ । গুন্নাহ করা কী ? উত্তরঃ গুন্নাহ করা ওয়াজিব ।
১৪ । কালাম অর্থ কী ? উত্তরঃ কালাম অর্থ বাণী ।
১৫ । কুরআন মজিদ পাঠের উদ্দেশ্য কয়টি ? উত্তরঃ কুরআন মজিদ পাঠের উদ্দেশ্য চরটি ।
১৬ । কে সর্বপ্রথম ওয়াকফ ব্যবহার করেন ? উত্তরঃ ওয়াকফ সর্বপ্রথম ব্যবহার করেন আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে তাইফুর ( র ) । মহানবি ( স ) এর জীবনাদর্শ ও অন্যান্য নবিগণের পরিচয়
১৭ । হুদায়বিয়ার সন্ধি কী ? উত্তরঃ হুদায়বিয়ার নামক স্থানে কাফির ও মুসলমানদের মধ্যে দশ বছরের জন্য যে সন্ধি হয় সেই হুদায়বিয়ার সন্ধি ’ নামে খ্যাত ।
১৮ । মদিনা সনদের ধারা কয়টি ছিল ? | উত্তরঃ মদিনা সনদের ৪৭টি ধারা ছিল ।
১৯ । হাজরে আসওয়াদ কে কোথায় স্থাপন করেছিলেন ? উত্তরঃ হাজরে আসওয়াদ মহানবি ( স ) কাবার দেয়ালে স্থাপন করেছিলেন
২০ । কোথায় দাঁড়িয়ে মহানবি ( স ) বিদায় হজের ভাষণ দেন ? উত্তরঃ আরাফাত ময়দানে জাবালে রহমতে ।
ক , খ , গ , ঘ , ঙ , চ , ছ ও জ নং যােগ্যতাভিত্তিক কাঠামােবদ্ধ প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।
অধ্যায় - ১ ১ । আল্লাহ সকল কিছুর সৃষ্টিকর্তা বলতে তুমি কী বুঝ ? পাঁচ বাক্যে লেখ ।
২ । তােমার এলাকার কেউ মারা গেলে তুমি কী কী কাজ করবে তা ৫টি বাক্যে লেখ ।
৩ । নবি – রাসুলগণের জীবনের লক্ষ্য কী ছিল ? ৫টি বাক্যে লেখ ।
৪ । তুমি হযরত মুহাম্মদ ( স ) এর নির্দেশ অনুসরণ করে আখিরাতের ওপর ইমান আনার সিদ্ধান্ত নিলে । এ সংক্রান্ত যে বিষয়গুলাে ওপর তােমাকে ইমান আনতে হবে তার মধ্যে পাঁচটি বাক্য লেখ ।
৫ । মহান আল্লাহ সহনশীল । এ গুণের প্রভাবে তুমি কী করবে ? ৫টি বাক্য লেখ ।
৬ । সারা বিশ্বের পালনকর্তা আল্লাহ তায়ালা , তাঁর সম্পর্কে পাঁচটি বাক্য লেখ ।
অধ্যায় - ২ ৭ “ সাওম হচ্ছে ঢাল স্বরূপ ” বলতে তুমি কী বুঝ ? ৫টি বাক্যে লেখ ।
৮ । তুমি জামায়াতের সাথে সালাত আদায় করলে কোন ৫টি পুরষ্কার পাবে ?
৯ । তােমার মামা প্রতি বছর তার নিসাব পরিমাণ সম্পদ থেকে দরিদ্রদের মাঝে অর্থ দান করেন । তার এ দানকে ইসলামি শরিয়তে কী বলে ? এর । মাসারিফ কয়টি ? এর ৬টি মাসারিফ লেখ ।
১০ । ইবাদত কাকে বলে ? তুমি আল্লাহর ইবাদত করবে কেন ? চারটি বাক্য লেখ
১১ । আমাদের মহানবি ( স ) তাঁর জন্মভূমি মক্কা নগরীকে খুব ভালােবাসতেন । তাঁর এ ভালােবাসাকে কী বলে ? তার ভালােবাসা সম্পর্কে ৪টি বাক্য লেখ ।
১২ । একজন আদর্শ দেশপ্রেমিক হিসাবে তােমার পাঁচটি দায়িত্ব ও কর্তব্য লেখ ।
১৩ । প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য তুমি কী করবে ? পাঁচটি বাক্যে লেখ ।
১৪ । তুমি কীভাবে পিতা - মাতার খেদমত কর পাঁচটি বাক্যে লেখ ।
১৫ । কীভাবে আমরা মানবজাতির সেবা ও সাহায্য করতে পারি ? পাঁচটি বাক্য লেখ ।
১৬ । সততা কী ? সৎ হতে হলে যে গুণগুলাে থাকা প্রয়ােজন তার চারটি বাক্য লেখ ।
অধ্যায় – ৪ ১৭ । তুমি পবিত্র কুরআন মজিদ থেকে শিক্ষা লাভ করেছ এমন যে কোনাে পাঁচটি বিষয় লেখ । ১৮ । “ কুরআন অপরিবর্তনীয় ” বলতে তুমি কী বুঝ ? ৫টি বাক্যে লেখ ।
১৯ । তােমার ভাইয়ের জন্মের পর তােমার দাদা তার নাম রাখলেন কাউসার । কেননা পবিত্র কুরআনের একটি সূরার নাম কাউসার । এ সূরাটি কোথায় অবতীর্ণ হয় ? এ সূরার আয়াত সংখ্যা কত ? সূরাটি বাংলা অর্থ লেখ ।
অধ্যায় – ৫ ২০ । তােমার গ্রামের চেয়ারম্যান তােমাদের এলাকার সকল সম্প্রদায়ের লােকদের মিলেশিশে থাকার পরামর্শ দিয়েছেন । মহানবি ( স ) ও এমন একটি নীতি গ্রহণ করেছিলেন । নীতিটির নাম কী ? এর কতটি ধারা ছিল ? এর প্রধান তিনটি ধারা উল্লেখ কর ।
২১ । বদর যুদ্ধের পাঁচটি ফলাফল উল্লেখ কে ।
২২ । হযরত দাউদ ( আ ) এ জীবন থেকে নিয়ে তুমি কীভাবে তােমার জীবনকে গড়ে তুলবে পাঁচটি বাক্যে লেখ ।
২৩ । মহানবি ( স ) এর জীবনী হতে তুমি যে সকল শিক্ষা গ্রহণ করেছ , তার মধ্য হতে ৫টি লেখ ।
২৪ । মুহাম্মদ ( স ) ছিলেন সমগ্র মানবজাতির আদর্শ । তাঁর ৫টি আদর্শ লেখ । ঝ ও ঞ নং গতানুগতিক ( সাধারণ ) কাঠামােবদ্ধ প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।
১ । একজন মুসলমানের চরিত্র কেমন হওয়া উচিত ? এ সম্পর্কে ৫টি বাক্য লেখ । ( অধ্যায় - ১ )
২ । নবি - রাসুলগণের শিক্ষার মূল কথাগুলাে কী কী ? অথবা , নবি - রাসুলগণের মূল শিক্ষার মূলকথা ৫টি বাক্যে লেখ । ( অধ্যায় – ১ )
৩ । মসজিদের পবিত্রতা রক্ষার্থে মেনে চলতে হয় এমন ৫টি আদব লেখ । ( অধ্যায় - ২ )
৪ । সালাতের আরাকান কী ? যে কোনাে চারটি আরাকান লেখ । ( অধ্যায় - ২ )
৫ । কীভাবে আমরা মানব জাতির সেবা ও সাহায্য করতে পারি ? ৫টি বাক্যে লেখ ।
( অধ্যায় – ৩ )
৬ । আখিরাত মানে কী ? আখিরাতের জীবনের গুরুত্বপূর্ণ চারটি বিষয় উল্লেখ কর ।
( অধ্যায় – ৩ ) ৭ । আল কুরআনের পরিচয় ৫ বাক্যে লেখ ।
( অধ্যায় – ৪ ) ৮ । সূরা কুরাইশ এর বাংলা অর্থ লেখ । ( অধ্যায় – ৪ ) ৯ । বিদায় হজে হযরত মুহাম্মদ ( স ) যে ভাষণ দিয়েছিলেন , তার ৫টি বাক্য লেখ ।
( অধ্যায় – ৫ ) ১০ । হযরত সুলায়মান ( আ ) এর বিচারের কাহিনী ৫ বাক্যে লেখ ।
( অধ্যায় - ৫ )
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)