পি এস সি ইসলাম ও নৈতিক শিক্ষা সাজেশন ২০১৯ | ৫ম শ্রেণীর ইসলাম শিক্ষা সাজেশন ২০২০


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


পি এস সি ইসলাম ও নৈতিক শিক্ষা সাজেশন ২০১৯ | ৫ম শ্রেণীর ইসলাম শিক্ষা সাজেশন ২০২০   

পি এস সি ইসলাম ও নৈতিক শিক্ষা সাজেশন ২০১৯ | ৫ম শ্রেণীর ইসলাম শিক্ষা সাজেশন ২০২০

৫ । মুসলিমরা আল্লাহর দেওয়া বিধি - বিধান পালন করেন । তাঁর এ বিধি - বিদার কোথায় আছে ?
 উত্তর : আল্লাহর বিধি - বিধান আছে কুরআন মাজিদে।

৬ । বিশ্বজগৎ এবং এর সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে , তাকে তুমি কী বলবে ?
 উত্তর : বিশ্বজগৎ এবং পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাওয়াকে আমি কিয়ামত ’ বলব ।

৭ । তালহার দাদা মারা গেলেন । তাকে কবরে দাফন করা হলাে । মৃত্যুর পর তালহার দাদার কোন জীবন শুরু হলাে ?
উত্তর : মৃত্যুর পর থেকে তালহার দাদার আখিরাতের জীবন শুরু হলাে ।

৮ " তােমরা যে পানি পান কর সে সম্পর্কে তােমরা ভেবে দেখেছি কি ? এ পানি তােমরা মেঘ হতে নামিয়ে আন , না আমি নামিয়ে আনি ? ” এ । আয়াতে ‘ আমি ’ দ্বারা কার প্রতি ইঙ্গিত করা হয়েছে ?
উত্তর : এ আয়াতে ' আমি ' দ্বারা মহান আল্লাহ তায়ালাকে বােঝানাে হয়েছে ।

৯ । একজন মুসলিম কীভাবে তার জিহ্বাকে হেফাজত করবে ?
 উত্তর : একজন মুসলিম মিথ্যা কথা বলা থেকে বিরত থেকে তার জিহ্বাকে হেফাজত করবে । ইবাদত

১০ । আকিকা কেন করা হয় ?
উত্তর : আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আকিকা করা হয় ।

১১ । আমি পড়ার টেবিলে বসার পর কী বলে পড়া আরম্ভ করবে ?
উত্তর : আমি পড়ার টেবিলে বসার পর বিসমিল্লাহ বলে পড়া আরম্ভ করব ।

 ১২ । আল্লাহ জিন ও মানবজাতিকে সৃষ্টি করেছেন । এ দুটি জাতিকে তিনি কেন সৃষ্টি করেছেন ?
উত্তর : আল্লাহ জিন ও মানবজাতিকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদরে জন্য ।

১৩ । মনির সাহেব তার কুরবানির গােশত কত ভাগ করেন ?
উত্তর : মনির সাহেব তার কুরবানির গােশত সাধারণুতিনভাগ জলে

১৪ । তুমি ধনী গরিবের বৈষম্য দূর করতে চাও । এক্ষেত্রে ইসলাঙ্কের কোন বিধানটি অনুসরণ করবে ?
উত্তর : এক্ষেত্রে যাকাতের বিধান অনুসরণ করর

 ১৫ । পাক – পবিত্র থাকা প্রয়ােজন কেন ?
উত্তর : আল্লাহর ইবাদতের জন্য পাক পরিত্র থাকা প্রয়ােজন ।

১৬ । মসজিদকে বায়তুল্লাহ বা আল্লাহর ঘর বলা হয় কেন ?
উত্তর : মসজিদে কেবলমাত্র আল্লাহর ইবাদত এবং ইবাদতের সাথে সংশ্লিষ্ট কাজ করা হয় । এজন্য মসজিদকে বায়তুল্লাহ বা আল্লাহর ঘর বলা হয়।

 ১৭ । মুমিন সালাত আদায় করে , সাওম পালন করে এবং দানখয়রাত করে । এগুলাের মধ্যে কোনটি আল্লাহর আনুগত্য প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম ?
 উত্তর : আল্লাহর আনুগত্য প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হলাে সালাত ।

১৮ । তুমি যদি রাস্তার ময়লা , আবর্জনা বা কষ্টদায়ক কোনাে বস্তু অপসারণ কর তা কী হিসেবে গণ্য হবে ?
উত্তরঃ রাস্তার ময়লা আবর্জনা বা কষ্টদায়ক কোনাে বস্তু অপসারণ করলে ইবাদত হিসেবে গণ্য হবে । আখলাক বা চরিত্র ও নৈতিক মূল্যবােধ

 ১৯ । আমাদের বেঁচে থাকার জন্য কোনটি সংরক্ষণ করা প্রয়ােজন ?
উত্তরঃ আমাদের বেঁচে থাকার জন্য পরিবেশ সংরক্ষণ করা প্রয়ােজন ।

২০ । ইহুদি মহিলা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করালেন । কুকুরটি প্রাণে বেঁচে গেল । ইহুদি মহিলার আচরণে কোন গুণটি ফুটে উঠেছে ?
উত্তরঃ ইহুদি মহিলার আচরণে সৃষ্টির সেবা গুণটি ফুটে উঠেছে
২১।তুমি কিভাবে সৃষ্টির সেবা কর
উত্তরঃ আমি সকল সৃষ্টি জীবের প্রতি দয়া দেখানাের মাধ্যমে সৃষ্টির সেবা করব ।

২২ । সৃষ্টির সেবা মূর্ত প্রতীকের নাম জানতে চাইলে তুমি কার নাম বলবে ?
উত্তরঃ হযরত মুহাম্মদ ( স ) এর নাম বলব ।

২৩ । আমরা পিতামাতার জন্য কী বলে দোয়া করব ?
উত্তরঃ আমরা পিতামাতার জন্য আল্লাহর কাছে এই বলে দোয়া করব | “ রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগীরা ” । অর্থঃ হে আমার প্রতিপালক ! পিতামাতা আমাকে যেমন শৈশবে স্নেহ - যত্নে লালন পালন করেছেন , আপনি তাঁদের প্রতি ঠিক তেমনি দয়া করুন।

২৪ । পিতামাতা বৃদ্ধ হলে আমরা তাদের জন্য কী করব ?
উত্তরঃ পিতামাতা বৃদ্ধ হলে তাঁদের যেন সামান্য দুঃখ – কষ্ট ও অসুবিধা না হয় , সেদিকে আমরা খেয়াল রাখল । কুরআন মজিদ শিক্ষা ।

২৫ । ওসমান সঠিক উচ্চারণে কুরআন মজিদ তিলাওয়াত করে , একে আমরা কী বলব ?
 উত্তরঃ সঠিক উচ্চারণে কুরআন মজিদ তিলাওয়াত করাকে তাজবিদ বলে ।

 ২৬ । ঐশী পবিত্র কুরআন তিলাওয়াত করছে । তার তিলাওয়াত শুদ্ধ ও সঠিক । ঐশী কোন জ্ঞানের কারণে শুদ্ধ তিলাওয়াত করতে পারে ?
 উত্তরঃ ঐশী তাজবিদের জ্ঞানের কারণে শুদ্ধ তিলাওয়াত করতে পারে ।

২৭ । মহান আল্লাহ ১০৪ খানা আসমানি কিতাব নাজিল করেছেন । এর মধ্যে কোন কিতাব কোনাে পরিবর্তন হয়নি এবং হবেও না ?
উত্তরঃ কুরআন মজিদ।

২৮ । তুমি কুরআন মজিদ পাঠ কর । কুরআন মজিদের হেফাজতকারী কে ?
উত্তরঃ কুরআন মজিদের হেফাজতকারী মহান আল্লাহ তায়ালা ।

২৯ । শুদ্ধ করে কুরআন তিলাওয়াত করতে আমাদের তাজবিদেরাজ্ঞান করতে হবে । এতে কী কী বিষয় আছে ?
উত্তরঃ তাজবিদে আছে মাখরাজ , ইদগাম , গুন্নাহ ইত্যাদি বিষয়ের বিবরণ ।

 ৩০ । জিহ্বার অগ্রভাগ তালুর সাথে লাগিয়ে তুমি কোন বাটি উচ্চণ করবে ?
উত্তরঃ আমি জিহ্বার অগ্রভাগ তালুর সাথে লাগিয়ে সুন ) বর্ণটি উচ্চরণ করব ।

৩১ । মারুফ সূরা ফীল তিলাওয়াত করতে কতটি আয়াত পড়বে ?
উত্তরঃ মারুফ সূরা ফীল তিলাওয়াত করতে ৫ আয়াত পড়বে । মহানবি ( স ) এর জীবনাদর্শ ও অন্যান্য নবিগণের পরিচয়

৩২ । ৫৭০ খ্রিঃ মহানবি ( স ) জন্মগ্রহণ করেন । সে সময় আরবের নারীদের অবস্থা কেমন ছিল ?
 উত্তরঃ পরিবার ও সমাজে নারীদের কোনাে অধিকার ছিল না ।
৩৩ । নােমান সাহেবের নবি কী নামে শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ নােমান সাহেবের নবি “ হিলফুল ফুযুল ” নামে শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন ।

৩৪ । হযরত ইবরাহীম ( আ ) ছেলে হযরত ইসমাঈল ( আ ) কে কুরবানি করতে যাওয়ার কারণ কী ছিল ? |
উত্তরঃ হযরত ইবরাহীম ( আ ) আল্লাহকে খুশি করার জন্য তাঁর ছেলে হযরত ইসমাঈল ( আ ) কে কুরবানি করতে চাইলেন ।

 ৩৫ । মরিয়মদের ধর্মগ্রন্থে কতজন নবি – রাসুলের নাম উল্লেখ রয়েছে ?
উত্তরঃ মরিয়মদের ধর্মগ্রন্থে ২৫জন নবি – রাসুলের নাম উল্লেখ রয়েছে ।
 ৩৬ । দীর্ঘ ২৩ বছরে কুরআন নাজিল হয় । এতে কতজন নবির নাম উল্লেখ আছে ?
উত্তরঃ আল কুরআনে ২৫ জন নবির নাম উল্লেখ আছে ।

৩৭ । রাসূল ( স ) এর জন্মের সময় আরবদের সার্বিক আচারণ কেমন ছিল ?
উওরঃ রাসুল ( স ) এর জন্মের সময় আরবদের সাবক আচারণ ছিল বর ও মানবতাবিরােধী ।

৩৮ । আল্লাহর দীন প্রচারের জন্য তুমি কী করবে ? | উত্তরঃ আল্লাহর দীন প্রচারের জন্য আমি সকলকে উৎসাহিত করব ।

 ৩৯ । হযরত ইবরাহীম ( আ ) কে জ্বলন্ত আগুনে ফেলার পরও তাঁর কোনাে ক্ষতি না হওয়ার কারণ কী ? উত্তরঃ আল্লাহর আদেশে আগুনে ঠান্ডা হয়ে গিয়েছিল , এজন্য হযরত ইবরাহীম ( আ ) কে জ্বলন্ত আগুনে ফেলার পরও তাঁর কোনাে ক্ষতি হয়নি ।

৪০ । কাকে ফিরিশতাদের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘােষণা দেওয়া হয়েছিল ?
উত্তরঃ হযরত আদম ( আ ) কে ফিরিশতাদের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘােষণা দেওয়া হয়েছিল ।

সাধারণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 

আকাইদ - বিশ্বাস
  ১ । আল আসমাউল হুসনা শব্দের অর্থ কী ? উত্তরঃ আল আসমাউল হুসনা শব্দের অর্থ ‘ গুণবাচক নামসমূহ ' ।
২ । আমরা কী বলে আল্লাহর শােকর আদায় করব ? | উত্তরঃ “ আল - হামদুলিল্লাহ ' বলে আমরা আল্লাহর শোকর আদায় করব
 । ৩ । মিযান অর্থ কী ? উত্তরঃ মিযান অর্থ পরিমাপযন্ত্র।  ৪ । ইসলাম কী ?
উত্তরঃ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা । ইবাদত । ৫ । ছায়া আসলি কী ?
 উত্তরঃ কোনাে বস্তুর ঠিক দুপুরের সময় যে ক্ষুদ্র ছায়া থাকে তাকেইছায়া আসলি বলে ।
 ৬ । ইসলামের রুকুন কয়টি ও কী কী ? উত্তরঃ ইসলামের রুকুন ৫টি । যথাঃ ক ) ইমান সাত , গ ) যাকাত , ঘ ) সাওম ও ৬ ) হজ ।
৭ । সাওমের মূল উদ্দেশ্য কী ?
 উত্তরঃ সাওমের মূল উদ্দেশ্য হলাে তাকওয়া বর্জন করা ।
৮ । সালাতের নিষিদ্ধ সময়গুলাে কী কী ? উত্তরঃ সালাতের নিষিদ্ধ সময়গুলাে – ক ) সূর্যোদয়ের সময় , খ ) ঠিক দ্বিপ্রহরের সময় অর্থাৎ সূর্য মাথা বরাবর সােজা হলে । গ ) সূর্য অস্ত যাওয়ার সময় । আখলাক বা চরিত্র ও নৈতিক মূলবােধ
 ৯ । দেশপ্রেম কী ?
উত্তরঃ দেশকে ভালােবাসা , দেশের মানুষকে ভালােবাসা , দেশের উন্নতির জন্য চেষ্টা করা ও শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করাই দেশপ্রেম ।
 ১০ । দেশকে ভালােবাসার উপায় কী ? উত্তরঃ দেশকে ভালােবাসার উপায় হলাে দেশের সেবা করা ।
১১ । চরিত্র সম্পর্কে মহানবি ( স ) কী বলেছেন ? উত্তরঃ চরিত্র সম্পর্কে মহানবি ( স ) বলেছেন , তােমাদের মধ্যে সর্বোত্তম সেই লােক যার চরিত্র সবচেয়ে সুন্দর ।
১২।আমরা পিতা মাতার জন্য কি বলে দোয়া করবো? ।
উঃআমাদের পিতা মাতা আমাদের শৈশবে যে ভাবে লালন পালন করেছেন  পালন করেছেন , আপনি তাঁদের প্রতি ঠিক তেমনি দয়া করুন ।

কুরআন মজিদ শিক্ষা

 ১৩ । গুন্নাহ করা কী ? উত্তরঃ গুন্নাহ করা ওয়াজিব ।
১৪ । কালাম অর্থ কী ? উত্তরঃ কালাম অর্থ বাণী ।
 ১৫ । কুরআন মজিদ পাঠের উদ্দেশ্য কয়টি ? উত্তরঃ কুরআন মজিদ পাঠের উদ্দেশ্য চরটি ।
১৬ । কে সর্বপ্রথম ওয়াকফ ব্যবহার করেন ? উত্তরঃ ওয়াকফ সর্বপ্রথম ব্যবহার করেন আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে তাইফুর ( র ) । মহানবি ( স ) এর জীবনাদর্শ ও অন্যান্য নবিগণের পরিচয়
 ১৭ । হুদায়বিয়ার সন্ধি কী ? উত্তরঃ হুদায়বিয়ার নামক স্থানে কাফির ও মুসলমানদের মধ্যে দশ বছরের জন্য যে সন্ধি হয় সেই হুদায়বিয়ার সন্ধি ’ নামে খ্যাত ।
১৮ । মদিনা সনদের ধারা কয়টি ছিল ? | উত্তরঃ মদিনা সনদের ৪৭টি ধারা ছিল ।
১৯ । হাজরে আসওয়াদ কে কোথায় স্থাপন করেছিলেন ? উত্তরঃ হাজরে আসওয়াদ মহানবি ( স ) কাবার দেয়ালে স্থাপন করেছিলেন
২০ । কোথায় দাঁড়িয়ে মহানবি ( স ) বিদায় হজের ভাষণ দেন ? উত্তরঃ আরাফাত ময়দানে জাবালে রহমতে ।

ক , খ , গ , ঘ , ঙ , চ , ছ ও জ নং যােগ্যতাভিত্তিক কাঠামােবদ্ধ প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।

অধ্যায় - ১ ১ । আল্লাহ সকল কিছুর সৃষ্টিকর্তা বলতে তুমি কী বুঝ ? পাঁচ বাক্যে লেখ ।
২ । তােমার এলাকার কেউ মারা গেলে তুমি কী কী কাজ করবে তা ৫টি বাক্যে লেখ ।
 ৩ । নবি – রাসুলগণের জীবনের লক্ষ্য কী ছিল ? ৫টি বাক্যে লেখ ।
 ৪ । তুমি হযরত মুহাম্মদ ( স ) এর নির্দেশ অনুসরণ করে আখিরাতের ওপর ইমান আনার সিদ্ধান্ত নিলে । এ সংক্রান্ত যে বিষয়গুলাে ওপর তােমাকে ইমান আনতে হবে তার মধ্যে পাঁচটি বাক্য লেখ ।
৫ । মহান আল্লাহ সহনশীল । এ গুণের প্রভাবে তুমি কী করবে ? ৫টি বাক্য লেখ ।
 ৬ । সারা বিশ্বের পালনকর্তা আল্লাহ তায়ালা , তাঁর সম্পর্কে পাঁচটি বাক্য লেখ ।
অধ্যায় - ২ ৭ “ সাওম হচ্ছে ঢাল স্বরূপ ” বলতে তুমি কী বুঝ ? ৫টি বাক্যে লেখ ।
 ৮ । তুমি জামায়াতের সাথে সালাত আদায় করলে কোন ৫টি পুরষ্কার পাবে ?
 ৯ । তােমার মামা প্রতি বছর তার নিসাব পরিমাণ সম্পদ থেকে দরিদ্রদের মাঝে অর্থ দান করেন । তার এ দানকে ইসলামি শরিয়তে কী বলে ? এর । মাসারিফ কয়টি ? এর ৬টি মাসারিফ লেখ ।
১০ । ইবাদত কাকে বলে ? তুমি আল্লাহর ইবাদত করবে কেন ? চারটি বাক্য লেখ

১১ । আমাদের মহানবি ( স ) তাঁর জন্মভূমি মক্কা নগরীকে খুব ভালােবাসতেন । তাঁর এ ভালােবাসাকে কী বলে ? তার ভালােবাসা সম্পর্কে ৪টি বাক্য লেখ ।
 ১২ । একজন আদর্শ দেশপ্রেমিক হিসাবে তােমার পাঁচটি দায়িত্ব ও কর্তব্য লেখ ।
 ১৩ । প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য তুমি কী করবে ? পাঁচটি বাক্যে লেখ ।
১৪ । তুমি কীভাবে পিতা - মাতার খেদমত কর পাঁচটি বাক্যে লেখ ।
১৫ । কীভাবে আমরা মানবজাতির সেবা ও সাহায্য করতে পারি ? পাঁচটি বাক্য লেখ ।
১৬ । সততা কী ? সৎ হতে হলে যে গুণগুলাে থাকা প্রয়ােজন তার চারটি বাক্য লেখ ।

অধ্যায় – ৪ ১৭ । তুমি পবিত্র কুরআন মজিদ থেকে শিক্ষা লাভ করেছ এমন যে কোনাে পাঁচটি বিষয় লেখ । ১৮ । “ কুরআন অপরিবর্তনীয় ” বলতে তুমি কী বুঝ ? ৫টি বাক্যে লেখ ।
 ১৯ । তােমার ভাইয়ের জন্মের পর তােমার দাদা তার নাম রাখলেন কাউসার । কেননা পবিত্র কুরআনের একটি সূরার নাম কাউসার । এ সূরাটি কোথায় অবতীর্ণ হয় ? এ সূরার আয়াত সংখ্যা কত ? সূরাটি বাংলা অর্থ লেখ ।
 অধ্যায় – ৫ ২০ । তােমার গ্রামের চেয়ারম্যান তােমাদের এলাকার সকল সম্প্রদায়ের লােকদের মিলেশিশে থাকার পরামর্শ দিয়েছেন । মহানবি ( স ) ও এমন একটি নীতি গ্রহণ করেছিলেন । নীতিটির নাম কী ? এর কতটি ধারা ছিল ? এর প্রধান তিনটি ধারা উল্লেখ কর ।
২১ । বদর যুদ্ধের পাঁচটি ফলাফল উল্লেখ কে ।
২২ । হযরত দাউদ ( আ ) এ জীবন থেকে নিয়ে তুমি কীভাবে তােমার জীবনকে গড়ে তুলবে পাঁচটি বাক্যে লেখ ।
২৩ । মহানবি ( স ) এর জীবনী হতে তুমি যে সকল শিক্ষা গ্রহণ করেছ , তার মধ্য হতে ৫টি লেখ ।
২৪ । মুহাম্মদ ( স ) ছিলেন সমগ্র মানবজাতির আদর্শ । তাঁর ৫টি আদর্শ লেখ । ঝ ও ঞ নং গতানুগতিক ( সাধারণ ) কাঠামােবদ্ধ প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।
 ১ । একজন মুসলমানের চরিত্র কেমন হওয়া উচিত ? এ সম্পর্কে ৫টি বাক্য লেখ । ( অধ্যায় - ১ )
২ । নবি - রাসুলগণের শিক্ষার মূল কথাগুলাে কী কী ? অথবা , নবি - রাসুলগণের মূল শিক্ষার মূলকথা ৫টি বাক্যে লেখ । ( অধ্যায় – ১ )
৩ । মসজিদের পবিত্রতা রক্ষার্থে মেনে চলতে হয় এমন ৫টি আদব লেখ । ( অধ্যায় - ২ )
৪ । সালাতের আরাকান কী ? যে কোনাে চারটি আরাকান লেখ । ( অধ্যায় - ২ )
৫ । কীভাবে আমরা মানব জাতির সেবা ও সাহায্য করতে পারি ? ৫টি বাক্যে লেখ ।
( অধ্যায় – ৩ )
 ৬ । আখিরাত মানে কী ? আখিরাতের জীবনের গুরুত্বপূর্ণ চারটি বিষয় উল্লেখ কর ।
( অধ্যায় – ৩ ) ৭ । আল কুরআনের পরিচয় ৫ বাক্যে লেখ ।
 ( অধ্যায় – ৪ ) ৮ । সূরা কুরাইশ এর বাংলা অর্থ লেখ । ( অধ্যায় – ৪ ) ৯ । বিদায় হজে হযরত মুহাম্মদ ( স ) যে ভাষণ দিয়েছিলেন , তার ৫টি বাক্য লেখ ।
 ( অধ্যায় – ৫ ) ১০ । হযরত সুলায়মান ( আ ) এর বিচারের কাহিনী ৫ বাক্যে লেখ ।
( অধ্যায় - ৫ )


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন



Previous Post Next Post